• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

সংগৃহীত ছবি

রাজনীতি

‘মাস্টারপ্ল্যান জনগণ ডাস্টবিনে ছুড়বে’

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০১ সেপ্টেম্বর ২০১৮

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কিনে সরকার জালিয়াতির নির্বাচন করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ক্ষমতাসীন সরকার মাস্টারপ্ল্যানের অংশ হিসেবে জনগণের টাকায় জালিয়াতি করার মেশিন কিনে জালিয়াতির নির্বাচন করতে চায়। তবে এবার সরকারের সব মাস্টারপ্ল্যান জনগণ ডাস্টবিনে ছুড়ে ফেলে দেবে।

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির মুখপাত্র রিজভী। তিনি প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের (ইসি) সমালোচনা করেন। তিনি বলেন, নিজের নেতৃত্বাধীন কমিশনে ভিন্নমত থাকার পরও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে চূড়ান্ত উদ্যোগ গ্রহণ করেছেন সিইসি।

এতে সুস্পষ্ট হলো তিনি আগামী নির্বাচনে সরকারের পক্ষ হয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে দৃঢ়সঙ্কল্পবদ্ধ। একতরফা ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত আগামী নির্বাচন জালিয়াতি করারই চূড়ান্ত মাস্টারপ্ল্যান।

বিএনপির এই নেতা বলেন, বিশেষজ্ঞরা মনে করেন, একটি গোপন কোড জানা থাকলেই ইভিএম ভোটিং মেশিনের গণনাপদ্ধতি সম্পূর্ণ পাল্টিয়ে ফেলা যায়। ভোটারবিহীন আওয়ামী জোটের সরকার জনগণের টাকায় জালিয়াতি করার মেশিন কিনে জালিয়াতির নির্বাচন করতে চায়। কিন্তু ভোট নিয়ে অনাচারের পুনরাবৃত্তি জনগণ রুখে দেবে। জনগণের শিলা-কঠিন ঐক্যে সরকারের সব পরিকল্পনা ধূলিসাৎ হয়ে যাবে।

রিজভী জানান, দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে ব্যাপক জনসমাগম ঘটানোর প্রস্তুতি নিয়েছে বিএনপি। আজ শনিবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ সমাবেশ করবেন তারা।

সংবাদ সম্মেলনে রিজভী আরো বলেন, চট্টগ্রাম উত্তর জেলাধীন বারইয়ার হাট পৌর বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী নিজাম উদ্দিন, সাবেক চেয়ারম্যান মুসা মিয়াসহ ১১ জন মিথ্যা মামলায় হাজিরা দিতে গেলে তাদের জামিন না-মঞ্জুর করে আদালত তাদের জেলহাজতে পাঠিয়েছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আতাউর রহমান ঢালী, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, মীর সরফত আলী সপু, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, মো. মুনির হোসেন প্রমুখ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads