• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
জাতিসংঘ ও কমনওয়েলথের তত্ত্বাবধানে জাতীয় নির্বাচন চাইবে বিএনপি

বিএনপির দলীয় পতাকা

সংগৃহীত ছবি

রাজনীতি

মিরোস্লাভের সঙ্গে প্রতিনিধিদলের বৈঠক আজ

জাতিসংঘ ও কমনওয়েলথের তত্ত্বাবধানে জাতীয় নির্বাচন চাইবে বিএনপি

  • প্রকাশিত ১৩ সেপ্টেম্বর ২০১৮

রেজাউল করিম লাবলু ও আফজাল বারী

জাতিসংঘের রাজনীতিবিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল মিরোস্লাভ জেনকার সঙ্গে আজ বৈঠক করবে বিএনপি। বৈঠকে নেতৃত্ব দেবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের একটি প্রতিনিধিদল। স্থানীয় সময় সকাল ১০টায় জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠেয় এ বৈঠকে বিএনপির পক্ষ থেকে একটি লিখিত বক্তব্য উপস্থাপন করা হবে। বৈঠকে গুরুত্ব পাবে পরিস্থিতি সাপেক্ষে জাতিসংঘ কিংবা কমনওয়েলথের তত্ত্বাবধানে আগামী একাদশ জাতীয় নির্বাচন। এছাড়া আলোচনায় দলের কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, বিএনপিসহ অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের খুন ও গুম, রাজনৈতিক মামলার বিবরণ তুলে ধরা হবে। বস্তুনিষ্ঠতা প্রমাণে প্রতি অভিযোগের অনুকূলে পত্রিকায় প্রকাশিত সংবাদসহ ভিডিওচিত্র সংযুক্ত করা হয়েছে। বিএনপির কূটনীতিক কোরের একাধিক সদস্য ও দলের নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশের খবরকে এসব তথ্য জানিয়েছেন।

গত মঙ্গলবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মির্জা ফখরুল দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে জাতিসংঘ সদর দফতরে যাওয়ার বিষয়টি তুলে ধরেন। ওই বৈঠকে কী কী বিষয় তুলে ধরা যায় তা নিয়ে সবার পরামর্শ চান।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বাংলাদেশের খবরকে বলেন, জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে বিএনপির প্রতিনিধিদল নিউইয়র্কে গেছে। সেখানে জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির এক সদস্য বাংলাদেশের খবরকে বলেন, ঢাকাস্থ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশন ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠকে বিএনপি যেসব বিষয় তুলে ধরেছিল সেগুলো জানানো হবে জাতিসংঘের কর্মকর্তাদের। এর মধ্যে খুন, গুম, নির্বাচনে অনিয়ম, সাম্প্রতিক কোটা সংস্কার ও নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, অন্যায়ভাবে খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো ও তাকে জামিন না দেওয়ার বিষয়গুলো তুলে ধরা হবে।

বিএনপি নেতারা জানান, মিরোস্লাভ জেনকার সঙ্গে বৈঠক ছাড়াও মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং জাতিসংঘ মহাসচিবের সঙ্গে শুভেচ্ছা বিনিময় হওয়ার সম্ভাবনা রয়েছে প্রতিনিধিদলের। ঢাকা ছাড়াও যুক্তরাজ্য থেকে নিউইয়র্ক গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির। নিউইয়র্কে অবস্থানরত সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. ওসমান ফারুক ও ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা প্রতিনিধিদলে যোগ দিতে পারেন।

এদিকে বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আবেদন করলেও গতকাল বুধবার রাত পর্যন্ত ভিসা মেলেনি দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর।

জানা গেছে, তারেক রহমান বৈঠকের বিষয়টি লন্ডন থেকেই দেখভাল করছেন। বিষয়টি নিয়ে দলের মহাসচিবসহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। নিউইয়র্ক থেকে বিএনপির প্রতিনিধিদল লন্ডন ফিরবে। সেখানে তারেক রহমানকে সার্বিক বিষয় অবহিত করবে।

বিএনপি সূত্রের খবর, বাংলাদেশে আগামী নির্বাচন নিয়ে সৃষ্ট জটিলতা নিয়ে বেশি প্রাধান্য দেবে বিএনপি। ২০১৪ সালের নির্বাচনের আগে তখনকার জাতিসংঘের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকোর দূতিয়ালি এবং সে সময় সরকার প্রতিশ্রুতি দেওয়ার পরও স্বল্প সময়ে নতুন নির্বাচন না দেওয়ার কথা তুলে ধরে এবার নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে বলে ধারণা পাওয়া গেছে।

বিএনপি মনে করে, জাতিসংঘ ও কমনওয়েলথের তত্ত্বাবধানে পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচনের নজির আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এবার সে ধরনের নির্বাচন হওয়া প্রয়োজন। পরিস্থিতি প্রেক্ষিতে সে আহ্বানও জানাবে দলটি।

গত কয়েক মাস ধরে কূটনীতিক পর্যায়ে বিভিন্ন আলোচনায় বিএনপি নির্বাচনের ব্যাপারে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চাইছে। সম্প্রতি কমনওয়েলথ মহাসচিবের বৈঠকেও বিএনপি একই ধরনের বক্তব্য তুলে ধরেছে। এ সময় ১৯৯৬ সালে কমনওয়েলথের বিশেষ দূত স্যার নিনিয়ান স্টিফেনের নির্বাচনকালীন সরকার নিয়ে দূতিয়ালির ভূমিকার বিষয়টি তুলে ধরা হয়।

বিএনপি নেতারা মনে করছেন, জাতিসংঘের সঙ্গে এ বৈঠক সরকারকে সুষ্ঠু নির্বাচন করতে চাপ তৈরি করবে। আগামী জাতীয় নির্বাচনের কয়েক মাস আগে এ বৈঠকটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

গোপনীয়তা রক্ষা করে অনেকটা আকস্মিকভাবে মঙ্গলবার রাত পৌনে ২টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন মির্জা ফখরুল ও দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

গত ২৪ আগস্ট জাতিসংঘ মহাসচিবের পক্ষে রাজনৈতিকবিষয়ক সহকারী মহাসচিব মিরোস্লাভ জেনকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বরাবর চিঠিটি পাঠান। এতে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশে সফরে বিএনপির সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় দুঃখ প্রকাশ করে দলের নেতাদের জাতিসংঘের সদর দফতরে আমন্ত্রণ জানানো হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads