• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
যুক্তরাষ্ট্র সফরের পর লন্ডনে ফখরুল

লন্ডনে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সংগৃহীত ছবি

রাজনীতি

যুক্তরাষ্ট্র সফরের পর লন্ডনে ফখরুল

দেশে ফিরে সংবাদ সম্মেলন

  • রেজাউল করিম লাবলু
  • প্রকাশিত ১৬ সেপ্টেম্বর ২০১৮

দুই দিনের যুক্তরাষ্ট্র সফরের পর এবার যুক্তরাজ্যের লন্ডনে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে সংস্থাটির সহকারী মহাসচিব (রাজনীতি) মিরোস্লাভ জেনকা ও শুক্রবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। ওয়াশিংটনের বৈঠক নিয়ে স্থানীয় গণমাধ্যমের সঙ্গে কোনো কথা না বললেও লন্ডন থেকে দেশে ফিরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করতে পারেন ফখরুল।

নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্র বিএনপির এক নেতা বলেন, ‘জাতিসংঘে কোনো রাজনৈতিক দলের মহাসচিবকে ডেকে নিয়ে তার দেশের অবস্থা অবহিত হওয়ার মতো ঘটনার নজির খুব একটা নেই। সেক্ষেত্রে মির্জা ফখরুলের এই সফর ফলপ্রসূ হয়েছে। এ ব্যাপারে দেশে ফিরে গণমাধ্যমকে অবহিত করতে পারেন মহাসচিব।’

তিনি আরো বলেন, গত বৃহস্পতিবার জাতিসংঘ সদর দফতরে বৈঠক শেষে মির্জা ফখরুল যান ওয়াশিংটনে। সেখানে শুক্রবার খালেদা জিয়ার মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাংলাদেশ সরকারের ওপর চাপ প্রয়োগের অভিপ্রায়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়াবিষয়ক দফতরের একজন ডেস্ক অফিসারের সঙ্গে বৈঠক করেন। বৈঠককালে বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ওয়াশিংটনের বৈঠকে বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে নানা অনিয়ম-অপশাসনের ফিরিস্তি উপস্থাপনের পর আসন্ন নির্বাচনের আগেই শেখ হাসিনাকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠনের জন্য ট্রাম্প প্রশাসনের সহায়তা চান মির্জা ফখরুল। তিনি যেসব নথিপত্র মার্কিন কর্মকর্তাদের সামনে উপস্থাপন করেন তা দেশটির পররাষ্ট্রমন্ত্রীর গোচরে আনা হবে বলে জানানো হয়। মির্জা ফখরুল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকার ও রাজনৈতিকবিষয়ক ডেস্কের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন।

যুক্তরাষ্ট্র বিএনপির ওই নেতা বলেন, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক মুখপাত্র স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, তাদের কূটনৈতিক তৎপরতায় সব সময়ই বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক দলের নেতাদের অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। বিভিন্ন দেশের রাজনৈতিক, মানবাধিকারসহ বিভিন্ন বিষয়ের তথ্য তারা সংগ্রহ করে থাকেন। বিএনপি মহাসচিব যেসব বিষয় তুলে ধরেছেন তার বেশিরভাগেরই রেকর্ড তাদের কাছে রয়েছে বলে বৈঠককালে বিএনপি নেতাদের জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক ডেস্কের কর্মকর্তারা।

এদিকে যুক্তরাষ্ট্রে তিন দফা বৈঠক শেষে গতকাল শনিবার লন্ডনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব। সেখানে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরবেন। লন্ডন থেকে দেশে ফিরে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকের পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সফরে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরতে পারেন মির্জা ফখরুল। লন্ডনের উদ্দেশে ওয়াশিংটন ছাড়ার আগে ফখরুল স্থানীয় গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি। তবে জাতিসংঘে বৈঠকের পর স্থানীয় গণমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচন নিয়ে তাদের কথা হয়েছে।

যুক্তরাষ্ট্র বিএনপির ওই নেতা বলেন, জাতিসংঘের সহকারী মহাসচিব জেনকার সঙ্গে বৈঠককালে বাংলাদেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারের দমন-পীড়নের কিছু নথি হস্তান্তর করেন মির্জা ফখরুল। এ সময় তিনি বাংলাদেশের নির্বাচন নিয়ে সৃষ্ট সঙ্কট নিরসনে জাতিসংঘের সহযোগিতা কামনা করেন। বিশেষ করে এর আগে ২০১৩ সালে জাতিসংঘের উদ্যোগে তারানকো মিশনের ধারাবাহিকতায় সম্ভাব্য করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads