• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
আ.লীগের অধিনেই নির্বাচনে যাবে ইসলামিক ফ্রন্ট : বাহাদুর শাহ্

ক্যাপশন : চাঁদপুরের হাজীগঞ্জে দলীয় নেতৃবৃন্দ এবং এলাকাবাসীর সাথে মতবিনিময় ও আলোচনা সভায় বক্তব্য রাখছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী।

ছবি - বাংলাদেশের খবর

রাজনীতি

আ.লীগের অধিনেই নির্বাচনে যাবে ইসলামিক ফ্রন্ট : বাহাদুর শাহ্

  • মো. মহিউদ্দিন আল আজাদ
  • প্রকাশিত ১৬ সেপ্টেম্বর ২০১৮

চাঁদপুরের হাজীগঞ্জে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সাথে নির্বাচনী মতবিনিময় ও আলোচনা সভা করেছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য প্রার্থী এবং ধেররা ইমামে রাব্বানী দরবার শরীফের পীর আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী।

শনিবার বিকালে হাজীগঞ্জ পৌরসভাধীন ধেররা দরবার শরীফের মাঠে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নির্বাচনে অংশ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনেই সুষ্ঠ নির্বাচন হবে বলে আমি বিশ্বাস করি।

তিনি আরো বলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ স্বাধীনতার পক্ষে। তাই স্বাধীনতার স্ব-পক্ষের শক্তি হিসেবে আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেয়ার আলোচনা চলমান রয়েছে। যদি জোটবদ্ধ হই, তাহলে আমি ৮০ ভাগ কনর্ফাম হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকায় মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচন করবো। আর না হলে, ইসলামিক ফ্রন্ট একক নির্বাচন করবে।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় শ্রম ও কৃষি বিষয়ক সম্পাদক মাও. মোহাম্মদ আলী নক্সেবন্দীর উপস্থাপনায় মতবিনিময় ও আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের জেলা সভাপতি অধ্যক্ষ মাও. মফিজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাও. মাসুদ হোসাইন, হাজীগঞ্জ উপজেলা সহ-সভাপতি এম মঞ্জুর আলম পাটওয়ারী, পৌর সভাপতি হাফেজ মাও. মোহাম্মদ তোহা, জেলা ছাত্রসেনা সভাপতি মো. বদিউজ্জামান ও সাধারণ সম্পাদক হাফেজ এম. শাখাওয়াত হোসেন প্রমূখ।

মতবিনিময় ও আলোচনা সভার শুরুতেই কোরআন তেলওয়াত করেন হাফেজ মো. মেহেদী হাসান। নাতে রাসূল (সা.) পেশ করেন মো. ফয়সাল, শানে মূর্শিদী মো. শাহজালাল, মমতাজুল ইসলাম আরেফিন ও মো. দেলোয়ার হোসেন আবেদী। বক্তব্য শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ধেররা ইমামে রাব্বানী দরবার শরীফের পীর আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী। এ সময় আল্লাম সৈয়দ আলমগীর শাহ্, উপজেলা হিজবুর রাসূল (সা.) বাংলাদেশের সভাপতি আলহাজ¦ আব্দুল হাইসহ জেলা, বিভিন্ন উপজেলা, বিশেষ করে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, যুবসেনা ও ছাত্রসেনার নেতৃবৃন্দ, দরবার শরীফের ভক্তবৃন্দ, এলাকাবাসী এবং জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads