• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮

সংগৃহীত ছবি

রাজনীতি

‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’র সমাবেশে বিএনপি নেতারা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২২ সেপ্টেম্বর ২০১৮

রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের ‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’র সমাবেশে যোগ দিয়েছেন বিএনপির মহাসচিবসহ দলটির শীর্ষ চার নেতা। আজ শনিবার বিকালে সমাবেশ শুরুর পর যোগ দেন বিএনপি নেতারা।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও সমাবেশে জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ, ড. খন্দকার মোশাররফ হোসেন এবং ড. মঈন আহমদ যোগ দিয়েছেন।

এ সমাবেশে সভাপতিত্ব করছেন সং‌বিধান প্রণেতা ড. কামাল হোসনে। সূচনা বক্তব্যে তিনি দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ হয়ে গণজোয়ার সৃষ্টির আহ্বান জানিয়েছেন।

কয়েকদিন ধরে রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল গত সপ্তাহে যাত্রা করা ‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’র সমাবেশে যোগ দেবে বিএনপি।

বেলা তিনটার কিছু আগে জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন নাট্যমঞ্চের সমাবেশস্থলে আসেন। তার আগেই গণফোরামের নেতা–কর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন।

এর পরপরই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে স্লোগান দিয়ে বিএনপির কিছু নেতা–কর্মী সমাবেশস্থলে উপস্থিত হন। তাঁরা ‘জাতীয় ঐক্য জিন্দাবাদ’ বলেও স্লোগান দেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকার কথা বিকল্পধারার সভাপতি ও যুক্তফ্রন্টের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর। ইতোমধ্যে সেখানে যুক্তফ্রন্টের শরিক দুই দল জাসদের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও নাগরিক ঐক্যের আহ্বায় মাহমুদুর রহমান মান্না যোগ দিয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads