• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
মনোনয়ন কিনলেন মাশরাফি

ওবায়দুল কাদেরের কাছ থেকে মনোনয়ন ফরম নিচ্ছেন মাশরাফি বিন মুর্তজা

সংগৃহীত ছবি

রাজনীতি

মনোনয়ন কিনলেন মাশরাফি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১১ নভেম্বর ২০১৮

নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোয়ন ফরম কিনেছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। রোববার দুপুর ১টার দিকে ধানমন্ডি কার্যালয়ে উপস্থিত হলে নড়াইল-২ আসনের জন্য মনোনয়ন ফরম কেনেন তিনি।

মাশরাফির জন্য আগেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফরম তুলে রেখেছিলেন। পরে মাশরাফি কার্যালয়ে গেলে তার হাতে মনোনয়ন ফরম তুলে দেন তিনি। এর আগে আজ দুপুরে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে দোয়া নেন মাশরাফি।

গতকাল সকালে দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফরম বিক্রি শুরু হয় আওয়ামী লীগ অফিসে। এ সময়, দলের নীতিনির্ধারণী পর্যায় থেকে জানানো হয়- জাতীয় ক্রিকেট দলের দুই তারকা খেলোয়াড় খুব শিগগিরই আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করবেন।

আজ সাকিব মাগুরা থেকে এবং মাশরাফি নড়াইল থেকে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম কিনবেন বলেও জানানো হয়। এ নিয়ে আলোচনা-সমালোচনায় সরব হয়ে উঠে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গন। তবে, গতরাতে সবাইকে চমকে দিয়ে নির্বাচন না করার সিদ্ধান্ত নেন সাকিব।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads