• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
বিএনপির আয় ২ কোটি ২৯ লাখ টাকা

লোগো বিএনপি

রাজনীতি

মনোনয়ন ফরম বিক্রি

বিএনপির আয় ২ কোটি ২৯ লাখ টাকা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৮ নভেম্বর ২০১৮

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ৪ হাজার ৫৮০টি মনোনয়ন ফরম বিক্রি করেছে বিএনপি। ফরম বিক্রি ও জমা বাবদ দলটি আয় করেছে ২ কোটি ২৯ লাখ টাকা। গতকাল শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, গত সোমবার থেকে শুক্রবার পর্যন্ত পাঁচ দিন তারা মনোনয়ন ফরম বিক্রি ও জমা নিয়েছেন। ফরম বিক্রি ও জমা বাবদ আয় করা অর্থ ২ কোটি ২৯ লাখ টাকা দলের অ্যাকাউন্টে জমা করা হয়েছে। হামলা-মামলার কারণে দলের কোনো কোনো মনোনয়নপ্রত্যাশী যথাসময়ে মনোনয়ন ফরম কিনে তা জমা দিতে পারেননি। মনোনয়নপ্রত্যাশীদের অনুরোধে গতকাল শনিবারও তাদের কেউ কেউ মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

উল্লেখ্য, ফরম কেনা বাবদ বিএনপি একজন মনোনয়নপ্রত্যাশীর কাছ থেকে নিয়েছে ৫ হাজার টাকা। জমা দেওয়ার সময় ফরমের সঙ্গে জামানত হিসেবে নেওয়া হয়েছে ২৫ হাজার টাকা। গত ১২ নভেম্বর থেকে বিএনপি মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ফরম বিক্রি শুরু করে এবং শেষ হয় গত শুক্রবার রাতে।

আজ রোববার থেকে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার : গতকাল বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সকাল ৯টা থেকে শুরু হবে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার। বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। প্রথম দিন সকাল ৯টা থেকে দেড়টা পর্যন্ত রংপুর বিভাগ এবং দুপুর আড়াইটা থেকে রাজশাহী বিভাগের সাক্ষাৎকার নেওয়া হবে। দলের পার্লামেন্টারি বোর্ড এই সাক্ষাৎকার নেবে। দলের স্থায়ী কমিটির সদস্যরাই এই পার্লামেন্টারি বোর্ডের সদস্য।

তিনি জানান, এছাড়া ১৯ নভেম্বর সোমবার সকাল ৯টা থেকে খুলনা বিভাগ এবং বেলা ৩টা থেকে শুরু হবে বরিশাল বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার। ২০ নভেম্বর মঙ্গলবার চট্টগ্রাম বিভাগের সাক্ষাৎকার হবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং  বেলা ৩টা থেকে কুমিল্লা ও সিলেট বিভাগের সাক্ষাৎকার শুরু হবে। ২১ নভেম্বর বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের এবং বেলা ৩টা থেকে ঢাকা বিভাগের সাক্ষাৎকার শুরু হবে।

শুধুমাত্র প্রার্থীদের আসতে হবে : গতকাল বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভাগওয়ারী সাক্ষাৎকারের সময় মনোনয়নপ্রত্যাশীদের একা আসতে হবে। তারা তাদের সমর্থকদের সঙ্গে আনতে পারবেন না। আনলে তা অসদাচরণ বলে গণ্য হবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads