• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
দ্বিতীয় দিনের সাক্ষাৎকার দিচ্ছে বিএনপি মনোনয়ন প্রত্যাশীরা

আগের ছবি

রাজনীতি

দ্বিতীয় দিনের সাক্ষাৎকার দিচ্ছে বিএনপি মনোনয়ন প্রত্যাশীরা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ নভেম্বর ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীষ প্রতীকে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের দ্বিতীয় দিনের মতো সাক্ষাৎকার নিচ্ছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হচ্ছে।

সাক্ষাৎকারে যথারীতি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যদিও এ নিয়ে গতকাল নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ দিয়েছে আওয়ামী লীগ।    

আজ সোমবার সকাল ১০টার দিকে দ্বিতীয় দিনের সাক্ষাৎকার শুরু হয়। আজ সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত চলবে বরিশাল বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। এরপর বেলা আড়াই থেকে সাক্ষাৎকার নেওয়া খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের।  

গতকাল প্রথম দিন সকালে রংপুর বিভাগের ৩৩ আসনে ১৫৮ জন মনোনয়ন প্রত্যাশী সাক্ষাৎকার দেন। এ ছাড়া বিকালে রাজশাহী বিভাগের ৩৯টি আসনের বিপরীতে ৩৬৮ জন সাক্ষাৎকার দেন। তাদের সবাইকে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিতে বলা হয় বিএনপির মনোনয়ন বোর্ডের পক্ষ থেকে। একই সঙ্গে বিএনপির মহাসচিব স্বাক্ষরিত প্রত্যায়নপত্র দেয়া হয়।

সব বিভাগের সাক্ষাৎকার শেষ হলে আগামী ৮ ডিসেম্বর প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে বলেও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads