• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
‘থ্যাঙ্ক ইউ পিএম’ প্রচারে কিছু বলার নেই ইসির

সচিব হেলালুদ্দীন আহমদ

সংরক্ষিত ছবি

রাজনীতি

‘থ্যাঙ্ক ইউ পিএম’ প্রচারে কিছু বলার নেই ইসির

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২০ নভেম্বর ২০১৮

সরকারের উন্নয়নমূলক কাজের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে টেলিভিশনে প্রচারিত বিজ্ঞাপন ‘থ্যাঙ্ক ইউ পিএম’ বিষয়ে কিছুই করার নেই বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন এটি পর্যবেক্ষণ দেখেছে, এই বিজ্ঞাপন কোনো দলের নির্বাচনী প্রচারণা নয়। এটি সরকারের উন্নয়ন কাজের প্রচারণা। আর দেশে যেহেতু একটি সরকার বিদ্যমান আছে, তাদের উন্নয়নের ফিরিস্তি জনগণের সামনে তুলে ধরতেই পারে। এতে কোনো সমস্যা নেই।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গতকাল সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপে কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, ‘থ্যাঙ্ক ইউ পিএম’ বিজ্ঞাপন প্রচারে কোনো সমস্যা নেই। এর জন্য সংশ্লিষ্ট গণমাধ্যম টাকা পাচ্ছে। বিজ্ঞাপন আকারে প্রচার হলে এটি নিয়ে কোনো সমস্যা থাকতে পারে না।

তিনি বলেন, ‘থ্যাঙ্ক ইউ পিএম’ বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। আনুষ্ঠানিকভাবে কেউ আমাদের কাছে অভিযোগ দেয়নি। কেউ অভিযোগ দিলে তা আমাদের দেখতে হবে।

ভোটের আগে টেলিভিশনে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে  বিজ্ঞাপন প্রচারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে অভিযোগ বিএনপির। গত বুধবার এক সংবাদ সম্মেলনে ওই অভিযোগ তুলে বিএনপি নেতা রুহুল কবির রিজভী ‘থ্যাঙ্ক ইউ পিএম’ শিরোনামের বিজ্ঞাপনের প্রচার বন্ধের দাবি জানান। এসব বিজ্ঞাপন প্রচারের বিষয়ে বিএনপির আপত্তির কথা রোববার নির্বাচন কমিশনার রফিকুল ইসলামকেও জানিয়েছিলেন সাংবাদিকরা। তবে তিনিও এই বিজ্ঞাপন প্রচারে কোনো সমস্যা দেখেননি।

রফিকুল ইসলাম বলেন, থ্যাঙ্ক ইউ পিএম- এটি আমি টেলিভিশনে দেখেছি। এটি প্রচারের জন্য বেসরকারি টেলিভিশনের নীতিমালা আছে। বেসরকারি টেলিভিশনকে নিয়ন্ত্রণ করার কোনো ক্ষমতা বা ইচ্ছা আমাদের নেই। উনারা স্বতঃপ্রণোদিত হয়ে এই প্রচার করতে পারেন।  সেটা নির্বাচনী প্রচার হলে আমরা অবশ্যই ব্যবস্থা নিতাম।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, একটা সরকার আছে, সেই সরকারের কর্মকাণ্ড তারা প্রচার করছে। আমরা বেসরকারি টেলিভিশনের সম্প্রচারে কোনো নির্দেশনা দিলে আপনারা হস্তক্ষেপের অভিযোগে আন্দোলনে নামবেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads