• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
চাঁদপুরে বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থী নিয়ে নেতা-কর্মীরা বিভক্ত

চাঁদপুরে বিএনপি ও ঐক্যফ্রন্টের টিঠি পাওয়া প্রার্থীরা

ছবি : বাংলাদেশের খবর

রাজনীতি

পাঁচটি আসনে চিঠি পেয়েছে ১৪ জন

চাঁদপুরে বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থী নিয়ে নেতা-কর্মীরা বিভক্ত

  • মো. মহিউদ্দিন আল আজাদ
  • প্রকাশিত ২৮ নভেম্বর ২০১৮

আসন্ন একাদশ সংসদ নির্বাচনে চাঁদপুরের ৫টি নির্বাচনী আসনে বিএনপি ঐক্য ফ্রন্টের প্রার্থীকে এ নিয়ে বিভক্ত হয়ে পড়ছে নেতা-কর্মীরা। কার পক্ষে কাজ করলে চূড়ান্ত মনোনয়ন কে পাবে এ নিয়ে প্রকাশ্যে মূখ খুলছেনা অনেকে। আবার কেউ কেউ বলছে বোবার শত্রু নেই, তাই নিরবতা পালন করছি।

মঙ্গলবার সারা দিনই জেলা জুড়ে ছিল ঐক্য ফ্রন্ট বা বিএনপির প্রার্থীদের নানান গুঞ্জন। একেকবার খবর আসছে একেকজন বিএনপির মনোনয়ন নিয়ে এলাকায় আসছে। তার সমর্থকরা মিষ্টি খাওয়াচ্ছে বা আনন্দ মিছিল করছে।

রাতে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপিসহ ২০ দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্ট থেকে ১৪ জনকে মনোনয়নের চিঠি দেয়া হয়েছে। এর মধ্যে চাঁদপুর-৩ আসনে সর্বোচ্চ ৪ জন। তবে এ সংখ্যা গত গভীর রাত পর্যন্ত তবে এর সংখ্যা আরো বাড়তে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

মঙ্গলবার রাতে সর্বশেষ খবর অনুযায়ী চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপিসহ ২০দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট থেকে যে ১৪জনকে মনোনয়নের চিঠি দেয়া হয়েছে তারা হচ্ছেন-চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন এবং মিলনের সহধর্মিণী কেন্দ্রীয় মহিলা দলের নেত্রী নাজমুন্নাহার বেব, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিয়াজী।

চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ড. জালাল উদ্দিন ও সাবেক প্রতিমন্ত্রী মরহুম নূরুল হুদার ছেলে তানভীর হুদা।

চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে নাগরিক ঐক্যের অ্যাডঃ ফজলুল হক সরকার, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী, সাবেক সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা ও জাতীয় পার্টি (জেপি)র প্রেসিডিয়াম সদস্য এসএমএম আলম।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমএ হান্নান, কেন্দ্রীয় যুবদলের নেতা বিয়াজউদ্দিন নসু ও কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক কাজী রফিক আহমদ। চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে বিএনপির সাবেক ৪বারের সংসদ সদস্য এম এ মতিন ও জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads