• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
গোলাম রেজার ৩০ ভরি সোনার দাম এক লাখ টাকা!

এইচএম গোলাম রেজা

সংরক্ষিত ছবি

রাজনীতি

গোলাম রেজার ৩০ ভরি সোনার দাম এক লাখ টাকা!

  • সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংদ নির্বাচনে সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালীগঞ্জের আংশিক) আসনে বিকল্পধারা থেকে প্রার্থী হয়েছেন এইচএম গোলাম রেজা। হলফনামায় তিনি ৩০ ভরি সোনার দাম উল্লেখ করেছেন মাত্র এক লাখ টাকা!

এইচএম গোলাম রেজা ২০০৮ সালে মহাজোট থেকে জাতীয় পার্টির (জাপা) হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে জাপা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সঙ্গে সম্পর্ক বৈরী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তিনি কিছুদিন আগে বি. চৌধুরীর বিকল্পধারায় যোগ দিয়ে একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন দাখিল করেন।

মনোনয়নপত্রের সঙ্গে এইচএম গোলাম রেজার দাখিল করা হলফনামায় দেখা যায়, তিনি স্ত্রীকে এক লাখ টাকায় ৩০ ভরি সোনা কিনে দিয়েছেন। তার নিজের কোনো যানবাহন নেই। তবে স্ত্রীর ৫ লাখ টাকা দামের গাড়িতে তিনি চলাফেরা করেন।

দাখিলকৃত হলফনামায় তিনি উল্লেখ করেছেন, ব্যাংকে তার নগদ জমা ৪২ লাখ ৭ হাজার ৫৭৭ টাকা, স্ত্রীর নামে এক লাখ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ২ কোটি ৮ লাখ ৬ হাজার ৬২৮ টাকা, শেয়ার ৫ লাখ টাকা, ব্যাংকে স্থায়ী জমা ২ কোটি ৮ লাখ ৬ হাজার ৬২৮ টাকা, স্ত্রীর নামে এক লাখ টাকার ৩০ ভরি  সোনা, ইলেকট্রিক সামগ্রী ২ লাখ টাকা, আসবাবপত্র ২ লাখ টাকা ও অন্যান্য ৩ লাখ টাকার ব্যবসার কথা উল্লেখ করেছেন তিনি।

এ ছাড়া তার বার্ষিক আয় হিসেবে বাড়ি-অ্যাপার্টমেন্ট-দোকান ভাড়া থেকে ৪৩ লাখ ১০ হাজার ৪৬১ টাকা, ব্যবসা থেকে ৫ লাখ টাকা, শেয়ারবাজার ও ব্যাংক আমানত থেকে ২ কোটি ৮ লাখ ৬ হাজার ৬২৮ টাকা আসে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads