• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯
বিএনপির বেশির ভাগ অভিযোগের সত্যতা মেলেনি

ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ

ছবি : সংগৃহীত

রাজনীতি

ইসি সচিব বললেন

বিএনপির বেশির ভাগ অভিযোগের সত্যতা মেলেনি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৫ ডিসেম্বর ২০১৮

নির্বাচন নিয়ে বিএনপির বেশিরভাগ অভিযোগেরই এখন পর্যন্ত কোনো সত্যতা মেলেনি বলে দাবি করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমেদ। এ ছাড়া ড. কামালের ওপর হামলার বিষয়েও অবগত নন বলে জানান তিনি। গতকাল শুক্রবার সন্ধ্যায় নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

ইসি সচিব বলেন, যদি কোনো ‘পেন্ডিং ওয়ারেন্ট’ থাকে এবং আদালতের কোনো তাগিদ থাকে তা তামিল করতে হবে। কমিশনাররা এরই মধ্যে এ ধরনের নির্দেশ দিয়েছেন। দেখা গেছে, যাদের গ্রেফতার করা হচ্ছে তাদের অনেকের বিরুদ্ধেই আগে থেকে অভিযোগ ছিল। তারা এতদিন আত্মগোপনে ছিলেন, এখন ভোটের মাঠে প্রকাশ্যে চলে এসেছেন। পুলিশ তাদেরই ধরছে বা ধরার চেষ্টা করছে।

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে ফেরার সময় ঐক্যফ্রন্ট নেতার ওপর হামলা প্রসঙ্গে হেলালুদ্দীন বলেন, ড. কামাল হোসেনের ওপর হামলার বিষয়টি আমরা অবগত নই। কেউ লিখিতভাবে কোনো অভিযোগ করেননি।

সচিব বলেন, ৩০০টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রায় ১৮৪৬ জন নির্বাচনে অংশ নিচ্ছেন। তার সঙ্গে আরো অনেক লোক প্রচারে অংশ নিচ্ছেন। বিপুল জনগোষ্ঠীর এ দেশে এ ধরনের দু-একটি ঘটনা ঘটতেই পারে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads