• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
আজ শপথ নিতে পারেন এরশাদ

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ

সংরক্ষিত ছবি

রাজনীতি

বিরোধী দলের চিফ হুইপ রাঙ্গা

আজ শপথ নিতে পারেন এরশাদ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৬ জানুয়ারি ২০১৯

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আজ রোববার দুপুর সাড়ে ১২টায় শপথ নিতে পারেন। স্পিকারের সঙ্গে আলোচনা করেই এ সময় নির্ধারণ করা হয়েছে। একাদশ জাতীয় সংসদে বিরোধী দলের চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। সংসদ উপনেতা হবেন দলটির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)। গতকাল শনিবার সকালে এসব পদে নিয়োগ দিয়ে সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দিয়েছেন জাপা চেয়ারম্যান। 

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যানের শপথ প্রসঙ্গে গতকাল বিকালে এরশাদের এপিএস মনজুরুল ইসলাম বলেন, সবকিছু ঠিক থাকলে স্যার (এরশাদ) আজ দুপুর সাড়ে ১২টায় শপথ নেবেন। স্পিকারের কাছে সেভাবেই সময় নেওয়া হয়েছে। ৩ জানুয়ারি দুপুর ১২টায় জাতীয় পার্টির নবনির্বাচিত ২১ জন সংসদ সদস্য শপথ নেন। শারীরিক অসুস্থতার কারণে অনুপস্থিত থাকেন এরশাদ। এরশাদের জন্য  বেলা ৩টায় সময় নির্ধারণ করা হয়। কিন্তু শারীরিক কারণে দুপুরের পর সে সময়ও পরিবর্তন করেন এরশাদ। হুসেইন মুহম্মদ এরশাদ রংপুর-৩ আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন। এই নির্বাচনে তার প্রতিনিধি মনোনয়নপত্র দাখিল করেন। অসুস্থতার কারণে নির্বাচনী ক্যাম্পেইন ও ভোট দেওয়ার জন্যও যেতে পারেননি এরশাদ। বিগত সংসদেও এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

এদিকে একাদশ জাতীয় সংসদে বিরোধী দলের চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। সংসদ উপনেতা হবেন দলটির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)। গতকাল সকালে এসব পদে নিয়োগ দিয়ে সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দিয়েছেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। চিঠিতে তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পিকারের কাছে অনুরোধ জানিয়েছেন। স্পিকারকে দেওয়া চিঠিতে এরশাদ লিখেছেন, একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে। পদাধিকার বলে জাতীয় পার্টির পার্লামেন্টারি দলের সভাপতি হিসেবে আমি প্রধান বিরোধীদলীয় নেতা এবং পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উপনেতা, পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে বিরোধী দলের চিফ হুইপ হিসেবে মনোনীত করা হলো।

অপরদিকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হিসেবে পদোন্নতি পেয়েছেন দলের ভাইস চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা। জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ স্বাক্ষরিত এক চিঠিতে রংপুর মহানগর জাপার সভাপতি মোস্তফাকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads