• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
‘বঙ্গবন্ধু মেধা ও বুদ্ধি দিয়ে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন’

স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন নুরুল আমিন এমপি

ছবি : বাংলাদেশের খবর

রাজনীতি

‘বঙ্গবন্ধু মেধা ও বুদ্ধি দিয়ে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন’

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১০ জানুয়ারি ২০১৯

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল বলেছেন, জনপ্রতিনিধি হতে হলে জনগনের প্রতি ভালোবাসা থাকতে হবে। আমাদের নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোন অস্ত্র, গোলাবারুদ ও ট্র্যাঙ্ক ছিলোনা। তিনি শক্তিশালী আওয়ামী মুসলীম লীগের বিরুদ্ধে তিনি তাঁর মেধা ও বুদ্ধি দিয়ে বাঙালি জাতিকে তাঁর পিছনে ঐক্যবদ্ধ করেছিলেন নীতি ও আদর্শ দিয়ে। আমরা সেই নেতার অনুসারি।

আজ বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দুপুরে মতলব দক্ষিন উপজেলার কচিকাচার মেলা শিশু বিদ্যালয় মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি এইচ এম গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুছ, দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।

সভায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বহু নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads