• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
যুবকদের কর্মসংস্থানে কাজ করব

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন

ছবি : বাংলাদেশের খবর

রাজনীতি

যুবকদের কর্মসংস্থানে কাজ করব

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ১২ জানুয়ারি ২০১৯

বিএনপিকে একটি আওয়ামী লীগ বিরোধী প্ল্যাটফর্ম উল্লেখ করে এটাকে কোনো রাজনৈতিক দল মনে করেন না বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, তারা একেক সময় একেকভাবে আবির্ভূত হয় শুধু আওয়ামী লীগের বিরোধিতার জন্য। তারা জনবিচ্ছিন্ন হয়ে যাবে।

গতকাল শুক্রবার দুপুরে নরসিংদী সার্কিট হাউজে সাংবাদিকদের  প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

এ সময় তিনি আরো বলেন, জাতির প্রত্যাশা পূরণই আমাদের প্রধান লক্ষ্য। নির্বাচনে জনগণের একটি বৃহৎ অংশের ম্যানডেট নিয়ে আমরা ক্ষমতায় এসেছি। তাই আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য হচ্ছে জনগণের প্রত্যাশা পূরণ করা। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আমাদের কর্মপরিকল্পনা সাজিয়ে রেখেছি। সেই হিসেবে সকল উন্নয়ন বাস্তবায়ন হবে।

নিজ নির্বাচনী এলাকা নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) তথা শিল্পসমৃদ্ধ নরসিংদী জেলা নিয়ে পরিকল্পনার কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘এলাকার যুবকদের কর্মসংস্থানের জন্য কাজ করব। নরসিংদীতে সার কারখানা, তাপ বিদ্যুৎ কেন্দ্রসহ সরকারের বেশ কিছু শিল্প কারখানা নিয়ে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। তা বাস্তবায়নে কাজ করে যাব।’

এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সাংবাদিক ও সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এর আগে শিল্পমন্ত্রী সার্কিট হাউজে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রধান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী ৩ আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন, জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহাম্মেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঁইয়া, নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান কামরুল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক, বেলাব উপজেলা আওয়ামী লীগের সভাপতি শমসের জামান ভূঁইয়া রিটন, মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন, জেলা যুবলীগের সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্বজিৎ সাহাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা।

পরে তিনি মনোহরদী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এবারই প্রথম নরসিংদীতে গেলেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads