• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
এরশাদের অবর্তমানে জাপা চেয়ারম্যান জিএম কাদের

জিএম কাদের

সংরক্ষিত ছবি

রাজনীতি

এরশাদের অবর্তমানে জাপা চেয়ারম্যান জিএম কাদের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৬ এপ্রিল ২০১৯

হুসেইন মুহম্মদ এরশাদের অবর্তমানে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন দলের কো-চেয়ারম্যান জিএম কাদের। শুক্রবার রাতে এক সাংগঠনিক নির্দেশে এ ঘোষণা দেন সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ।

সাংগঠনিক নির্দেশে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, আমার অবর্তমানে বা চিকিৎসাধীন অবস্থায় বিদেশে থাকাকালীন সময়ে পার্টির বর্তমান কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি(জিএম কাদের) জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে গত ২২ মার্চ পার্টির কো-চেয়ারম্যান পদ থেকে জি এম কাদেরকে সরিয়ে দিয়েছিলেন এরশাদ। পরদিন সংসদের বিরোধী দলের উপনেতা পদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়। তবে এর ১২ দিন পরই গত বৃহস্পতিবার জিএম কাদেরকে আবারও পার্টির কো-চেয়ারম্যান পদে পুনর্বহাল করা হয়।
উল্লেখ্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদেরকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার দাবিতে বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে জাতীয় পার্টি ঐক্যজোট ও তৃণমূল জাতীয় পার্টি। সেখানে নেতাকর্মীরা দাবি করেন, ‘উত্তরবঙ্গের অহঙ্কার, মিস্টার ক্লিন ম্যান খ্যাত জিএম কাদেরের মতো পরিচ্ছন্ন মানুষকে জাতীয় পার্টির সর্বোচ্চ দায়িত্বে দেখতে চাই। দেশের শান্তির জন্য জাতীয় রাজনীতিতে ভালো মানুষের বিকল্প নেই।’
এরই পরিপ্রেক্ষিতে জিএম কাদেরকে কো-চেয়ারম্যান পদে পুনর্বহাল করার আশ্বাস দেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads