• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
নুসরাত হত্যা মামলা ধামাচাপা দেয়ার চেষ্টা করছে আ’লীগ : বিএনপি

বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন

সংগৃহীত ছবি

রাজনীতি

নুসরাত হত্যা মামলা ধামাচাপা দেয়ার চেষ্টা করছে আ’লীগ : বিএনপি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৫ এপ্রিল ২০১৯

দলের নেতারা জড়িত থাকায় আওয়ামী লীগ নুসরাত হত্যা মামলা ধামাচাপা দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির নেতা খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, ‘নুসরাত জাহান রাফি হত্যায় আওয়ামী লীগের লোকজন জড়িত। যারা ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন তারা স্বীকার করেছেন যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এতে জড়িত ছিলেন। এদিকে, স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু গ্রেফতার করা হয়নি।’

আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।  বিএনপিপন্থী সংগঠন আদর্শ নাগরিক আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা আয়োজন করা হয়।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, এমন চাঞ্চল্যকর ঘটনায় জড়িত স্থানীয় আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারে অনাগ্রহ পুরো জাতিকে বিস্মিত করেছে।

তিনি বলেন, ঘটনাটিকে ভিন্ন খাতে নেয়ার এবং ধামাচাপা দেয়ার জন্য মন্ত্রীরা এখন বিভিন্ন কথা বলছেন। অপরাধীরা আওয়ামী লীগের লোক বলে তারা ঘটনাটিকে চাপা দিতে এমন ধৃষ্টতা দেখানোর সাহস করছেন,’ যোগ করেন তিনি।

অধ্যক্ষের বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগ প্রত্যাহার করতে রাজি না হওয়ায় ৬ এপ্রিল ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় মুখোশধারী দুর্বৃত্তরা। শরীরের ৮০ শতাংশ পুড়ে যাওয়া নুসরাত ১০ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান।

নুসরাত যখন বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন তখন ‘ধর্ষক’ অধ্যক্ষ সিরাজ উদ দৌলার মুক্তির দাবি করে আন্দোলন করায় স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের সমালোচনা করেন মোশাররফ হোসেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads