• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
কীর্তির মধ্য দিয়ে অমরত্ব লাভ করার জন্য কাজ করতে হবে : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

ছবি : সংগৃহীত

রাজনীতি

কীর্তির মধ্য দিয়ে অমরত্ব লাভ করার জন্য কাজ করতে হবে : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২১ জুলাই ২০১৯

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‌কীর্তির মধ্য দিয়ে অমরত্ব লাভ করার জন্য কাজ করতে হবে। দেশটাকে সকলে মিলে গড়ে তুলতে হবে।'

গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিসিএস পাবলিক ওয়ার্কস ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ ২০১৯-২০২০ এর অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের উদ্দেশ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এসব কথা বলেন।

প্রকৌশলীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, 'প্রশ্নবিদ্ধ না থেকে পরিশীলিত উপায়ে কাজ করুন। সকলে মিলে সুন্দর সৃষ্টি করুন। ভালো উদাহরণ সৃষ্টি করুন। যিনি সৃষ্টি করেন, তিনি সৃষ্টির ভেতরে বেঁচে থাকেন।'

মন্ত্রী বলেন, 'জীবন ক্ষয়িষ্ণু, কীর্তি অবিনশ্বর। প্রকৌশলীদের সৃষ্টির সৌন্দর্য এমনভাবে রূপায়িত করতে হবে যেন তা অমরত্ব লাভ করতে পারে।

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও বিসিএস পাবলিক ওয়ার্কস ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক মোঃ সাহাদাত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার।

এছাড়া অন্যান্যের মধ্যে গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads