• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
কুমিল্লা উত্তর আ.লীগের সম্মেলন ঘিরে উৎসবের আমেজ

প্রতিনিধির পাঠানো ছবি

রাজনীতি

কুমিল্লা উত্তর আ.লীগের সম্মেলন ঘিরে উৎসবের আমেজ

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ ডিসেম্বর ২০১৯

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে জেলা নেতৃবৃন্দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা গেইট থেকে সম্মেলনস্থল চান্দিনা মহিলা কলেজ পর্যন্ত ব্যানার ফেস্টুন ও তোরণ নির্মাণ করা হয়েছে।

৭টি উপজেলার ৫টি সংসদীয় আসন নিয়ে গঠিত এ জেলা। ৯ ডিসেম্বর চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে ওই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সকাল ১০টায় চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান

অতিথি দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। এতে বিশেষ অতিথি থাকবেন দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপ-মন্ত্রী এনামুল হক শামীম,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। সম্মেলনে সভাপতিত্ব করবেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি আবদুল আউয়াল সরকার। সম্মেলন ঘিরে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য সাতজন প্রার্থী রয়েছেন।

সভাপতি পদে ৩জন প্রার্থী হলেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ বর্তমান সভাপতি আব্দুল আউয়াল সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মু. রুহুল আমিন।

সাধারণ সম্পাদক পদে চার প্রার্থী হলেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব অধ্যক্ষ এম হুমায়ূন মাহমুদ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক রৌশন আলী মাস্টার, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী সিআইপি ও নারী সংসদ সদস্য সেলিনা ইসলাম সিআইপি।

সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী রৌশন আলী মাস্টার বলেন, বিএনপি আমলে ২৭টি মামলার আসামি

ছিলাম, এখনো নির্যাতনের ক্ষত বয়ে বেড়াচ্ছি। অপারেশন ক্লিন হার্টের সময় ৩দিন ও ১/১১ এর সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ১৮ দিন আটক থেকে নির্যাতন সহ্য করেছি। মৃত্যুর মুখে পড়েও মাঠ ছেড়ে যাইনি, সেই যন্ত্রণা আজও আমাকে শিহরিত করে। আশা করি দল আমাকে মূল্যায়ন করবে।

সভাপতি পদপ্রত্যাশী ও বর্তমান সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার বলেন,গত ২৭টি বছর ধরে দলের জন্য কাজ করছি, কর্মীদের পাশে আছি। আশা করি নেত্রী আমাকে হতাশ করবেন না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads