• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
করোনা রোধে সাহস জোগাচ্ছেন প্রধানমন্ত্রী : নাসিম

ফাইল ছবি

রাজনীতি

করোনা রোধে সাহস জোগাচ্ছেন প্রধানমন্ত্রী : নাসিম

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৭ মার্চ ২০২০

চলমান মহামারী করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী সাহস জোগাচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার (১৭ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত রাজধানীর আজিমপুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘শেখ হাসিনার মতো এমন একজন নেত্রী পেয়েছি বলেই আজ আমরা করোনাকে প্রতিরোধ করতে পারছি। তিনি আমাদের সাহস জোগাচ্ছেন এবং করোনা নিয়ে প্রতিটি ক্ষণে নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করতে সহযোগিতা করছেন।’

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘বিএনপি এখনো ভুলের রাজনীতি করছে। করোনা নিয়ে নোংরা রাজনীতিতে মেতে উঠেছে বিএনপি। সারা বিশ্বের মানুষ জাতির জনককে শ্রদ্ধা করে। কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক, বিএনপি-জামায়াত জাতির জনককে শ্রদ্ধা করতে পারল না।’

নাসিম বলেন, ‘আজকের দিনটি বাঙালির জাতির জন্য অত্যন্ত গৌরবের দিন। শুধু বাঙালি জাতি নয়, সারা বিশ্বের জনগণ আজ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করছে। যদি বঙ্গবন্ধুর জন্ম না হতো, তাহলে আজ আমরা আজিমপুরে অনুষ্ঠান যে করছেন এ অনুষ্ঠান করতে পারতাম না।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ ভোটের রাজনীতি করে না। বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আওয়ামী লীগ রাজনীতি করে। বাংলাদেশের যেখানেই কোনো দুর্যোগ নেমে আসে, সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছুটে গিয়ে জনতার পাশে দাঁড়ায়।’

আজিমপুর এতিমখানা মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির চেয়ারম্যান এবং সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ। আর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads