• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
করোনা রোধে জাতীয় কমিটি গঠন করা উচিত : ফখরুল

সংগৃহীত ছবি

রাজনীতি

করোনা রোধে জাতীয় কমিটি গঠন করা উচিত : ফখরুল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩১ মার্চ ২০২০

দেশে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জাতীয় কমিটি গঠন করা উচিত বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উত্তরার বাসায় সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আমরা এই কথাটা বারবার বলেছি যে, আমরা কখনোই সমালোচনার জন্য সমালোচনা করছি না, আমরা সরকারকে সাহায্য করতে চেয়েছি। আমরা বলেছি যে, ত্রুটি নয়, এটাকে (ত্রুটি) দেখিয়ে দিয়ে আসুন আমরা সবাই একসঙ্গে কাজ করি, ঐক্যবদ্ধভাবে কাজ করা আহবান জানিয়েছি। এখন পর্যন্ত একটা জাতীয় কমিটি তৈরি হয় নাই। যেটা করা উচিত ছিলো বলে আমি মনে করি।

ফখরুল ইসলাম বলেন, বাংলাদেশ তো ১৬০ মিলিয়নের দেশ। এখানে একেবারের নিচের দিককার অর্থনীতি। সেখানে এই ধরনের সংকট মোকাবেলার ক্ষেত্রে যদি একটা জাতীয় ঐক্য সৃষ্টি করা যায় সেটাই হবে দেশের জন্য ভালো কাজ। আমরা মনে করি যে, এখনো সময় আছে জাতীয় কমিটি করা দরকার, এটা গঠন করা উচিত।

করোনা ভাইরাসের মহামারী থেকে দলীয় নেতা-কর্মীরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করেই ঘরবন্দি মানুষজন বিশেষ করে খেটে খাওয়া মানুষজনের জন্য খাবার পৌঁছিয়ে দেয়ার কাজ করছে বলে জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, সবচেয়ে বড় যে সমস্যাটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে খেটে খাওয়া মানুষজনের অর্থনৈতিক সমস্যা।

তিনি আরও বলেন, আমরা ১৯৭৪ সালে দেখেছি এই ধরনের বিপর্যয় দেখা দেবে। এই বিষয়গুলো সরকারের দেখতে হবে। চীনের ঘটনার পর সরকার যথাযথ প্রাক-প্রস্তুতি নেয়নি বলে সমস্যা প্রকট হতো না বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads