• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
সরকারের সাথে কাজ করতে রাজি বিএনপি : ফখরুল

সংগৃহীত ছবি

রাজনীতি

সরকারের সাথে কাজ করতে রাজি বিএনপি : ফখরুল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৪ এপ্রিল ২০২০

মহামারী করোনায় দেশের সঙ্কটময় পরিস্থিতিতে ঐক্যের ডাক দিয়েছে বিএনপি। পরিস্থিতি মোকাবেলায় ৮৭ হাজার কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণার পরামর্শও দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৪ এপ্রিল) গুলশানে স্থায়ী কমিটির বৈঠক শেষে এ পরামর্শ দেন দলটির মহাসচিব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে কোনো ভালো উদ্যোগে সরকারের সাথে এক হয়ে কাজ করতে রাজি বিএনপি।

ফখরুল আরও বলেন, করোনা সঙ্কট কেবল জীবনের জন্য ঝুঁকি নয়, অর্থনীতির জন্যও তা মারাত্মক বিপর্যয় ডেকে আনবে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়বে সাধারণ খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। সেজন্য আমরা স্বল্প ও দীর্ঘ মেয়াদি পদক্ষেপ গ্রহণের প্রস্তাব রাখছি।

বিএনপি মহাসচিব বলেন, করোনা সংক্রমণ কেবল বৈশ্বিক মহামারির সৃষ্টি করেছে তা নয়, এতে বিশ্বজুড়ে এক মহাঅর্থনৈতিক মন্দার ঝুঁকি দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া, ভারত ও কোরিয়াসহ অনেক রাষ্ট্র করোনা ভাইরাসের নেতিবাচক প্রভাবের মুখে স্ব-স্ব জিডিপির একটি উল্লেখযোগ্য অংশের বড় অর্থনৈতিক রিকভারি প্যাকেজ ঘোষণা করেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads