• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

রাজনীতি

নতুন বছরেই সরকারের পতন হবে : মির্জা ফখরুল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০১ জানুয়ারি ২০২১

নতুন বছরে জনগণের ঐক্য গড়ে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পতন ঘটবে বলে মন্তব্য করেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার (১লা জানুয়ারি) ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষ্যে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন দেয়ার আহ্বান জানান।

নতুন বছরে গণঅভ্যুত্থানের মাধ্যমে বিএনপি সরকারকে পরাজিত করার প্রত্যয় জানান দলটির মহাসচিব। মির্জা ফখরুল বলেন, নির্যাতন করে জনগণের আন্দোলন দমিয়ে রাখা যাবে না। আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য করা হবে।

মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ও লুণ্ঠিত গণতন্ত্র উদ্ধার করার সংগ্রামে সবাইকে নতুনভাবে ব্রতী হতে হবে। আমাদের কর্মে নতুন বছরটি যাতে সাফল্য ও সমৃদ্ধির বছরে পরিণত হয় সে লক্ষ্যে সবাইকে এগিয়ে যেতে হবে।

আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার হরণ করেছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, লুণ্ঠিত গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য বাংলাদেশের সংগ্রামী মানুষকে ঐক্যবদ্ধ ও অঙ্গীকারাবদ্ধ হয়ে কাজ করতে হবে। 

তিনি বলেন, কালের আবর্তে আরও একটি বছর পেরিয়ে গেল।  নানা ঘটনা-দুর্ঘটনায় কালের সাক্ষী হয়ে বছরটি বিদায় নিল। গত বছরের সব ব্যর্থতা ও হতাশার গ্লানি ঝেড়ে ফেলে এবং সাফল্যকে সঞ্চয় করে আগামী পথচলার দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে হবে।

তিনি বলেন, নতুন বছরটি সবার জীবনে বয়ে আনুক বিজয়, অনাবিল সুখ ও শান্তি, বাংলাদেশসহ সারাবিশ্বে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা, দূর হয়ে যাক সব অন্যায়-উৎপীড়ন, নির্যাতন। বন্ধ হোক হত্যা, গুম, খুন, যুদ্ধ-বিগ্রহ ও অমানবিকতাসহ সব ধরনের দমনমূলক নৃশংসতা- নববর্ষের শুরুতে আমি এ কামনা করছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads