• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

ছবি: ইন্টারনেট

সোশ্যাল মিডিয়া

ইনস্টাগ্রাম পোস্টেই সরাসরি কেনাকাটা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৫ মে ২০১৮

ফেসবুকের মালিকানাধীন জনপ্রিয় ছবি শেয়ারিং সাইট ইনস্টাগ্রামের অ্যাপে আগে থেকেই বিভিন্ন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানের অনলাইন সাইট পণ্য কেনার সুযোগ ছিল। তবে সেখানে আলাদা একটি পেজে নিয়ে গিয়ে চেকআউট প্রক্রিয়া সম্পন্ন করতে হতো ব্যবহারকারীদের। এখন থেকে আর আলাদা কোনো পেজ নয়, ব্যবহারকারীদের সুবিধার্থে বাড়তি ধাপগুলো এড়িয়ে বিক্রেতার পোস্ট থেকেই সরাসরি পণ্য কেনার সুযোগ করে দিয়েছে ইনস্টাগ্রাম। সম্প্রতি সিএনবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।

জানা যায়, ইনস্টাগ্রাম অ্যাপের সেটিংস অপশনের নিচে এই লেনদেন ফিচার দেখা যাচ্ছে। এই ফিচারের মধ্যে ডেবিট ও ক্রেডিট কার্ডের তথ্য, পূর্বে সম্পন্ন করা লেনদেনের তথ্য থাকবে। আর এসবের বাড়তি নিরাপত্তার জন্য থাকছে পিন সেট করার অপশনও।

ইনস্টাগ্রামের পক্ষ থেকে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে জানানো হয়, ছবি শেয়ারিং এই প্ল্যাটফর্মটিতে ব্যবসায়ী আর বিজ্ঞাপনদাতাদের সমর্থনে নতুন এই পদক্ষেপ। বর্তমানে এই ফিচার শুধুমাত্র নির্দিষ্ট কিছু অংশীদার প্রতিষ্ঠানকে দিচ্ছে ইনস্টাগ্রাম। 

ইনস্টাগ্রামের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান স্ন্যাপচ্যাট সম্প্রতি অগমেন্টেড রিয়ালিটি বা এআর সক্ষমতা বাড়িয়ে শপঅ্যাবল নামে একই ধরনের একটি আপডেট এনেছে। যার মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাপ থেকে বের না হয়েই তাদের কাছে প্রচার করা পণ্যগুলো কিনতে পারবেন।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads