• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

ফুটবল

কেনের জন্য আপিল

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১২ এপ্রিল ২০১৮

ক্রিশ্চিয়ান এরিকসেনের ফ্রি কিক থেকে উড়ে আসা বল হ্যারি কেনের কাঁধে আলতো স্পর্শ করে আশ্রয় নেয় স্টোক সিটির জালে। সুবাদে গত শনিবার রাতে স্টোক সিটির মাঠে ২-১ গোলে জেতে টটেনহ্যাম হটস্পার। কিন্তু গোলটি কেনের নামের পাশে বসেনি। প্রিমিয়ার লিগের গোলস অ্যাক্রিডিটেশন প্যানেল গোলটি দিয়েছে মিডফিল্ডার এরিকসেনকেই। ম্যাচের জয়সূচক গোলটি হ্যারি কেনকে দেওয়ার জন্য প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের কাছে আপিল করতে যাচ্ছে টটেনহ্যাম হটস্পার।

ভিন্ন কোনো প্যানেল এখন গোলের ভিডিও ফুটেজ দেখে সিদ্ধান্ত নেবে। আপিল আবেদনে সফল হলে চলতি মৌসুমে লিগে ইংলিশ স্ট্রাইকারের গোল গিয়ে দাঁড়াবে ২৫-এ। লিভারপুলের মোহাম্মদ সালাহ থেকে চার গোল পিছিয়ে থাকবেন কেন। তবে থিয়েরি অঁরির পর ২৪ বছরের তারকা প্লেমেকার অবশ্য মিসরের সালাহকে টপকে টানা তৃতীয় মৌসুমে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জিততে দৃঢ় আত্মবিশ্বাসী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads