• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

ফুটবল

রেকর্ডকে গুরুত্ব দেন না ভালভারদে

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৬ এপ্রিল ২০১৮

উয়েফা চ্যাম্পিয়নস লিগে রোমার কাছে হেরে আত্মবিশ্বাস চূর্ণ-বিচূর্ণ হয়ে গিয়েছিল বার্সেলোনার। অথচ সেই স্প্যানিশ জায়ান্টরাই লা লিগায় ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে। দলের এই মনোবলকে রেকর্ডের চেয়ে বেশি মূল্য দিচ্ছেন বার্সা কোচ এরনেস্তো ভালভারদে। 

লা লিগায় সবচেয়ে বেশি ম্যাচ অজেয় থাকার রেকর্ড এখন বার্সেলোনার দখলে থাকলেও বার্সা কোচ এ নিয়ে ভাবতে চাইছেন না এই মুহূর্তে, ‘আমি সব সময়ই ইতিবাচক। বড় হারের ফলে অনেকে শোকে কাতর হয়ে থাকে। কিন্তু এ সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কীভাবে সামাল দিচ্ছেন, পরের ম্যাচে কী করছেন। তাই এই সপ্তাহ রেকর্ড নিয়ে ভাবার নয়।’

প্রথম লেগ দাপুটে ভঙ্গিতে জিতেছিল বার্সেলোনা। তবে রোমা কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে অ্যাওয়ে গোলের সুবিধা পেলে কপাল পোড়ে বার্সেলোনার। আর সেমিফাইনালের টিকিট কাটে ইতালীয় ক্লাবটি। সেই ম্যাচের পর রেকর্ড গড়লেও বিষয়টিকে খুবই স্বাভাবিক মনে করেন ভালভারদে, ‘আমরা এগুলোতে গুরুত্ব দিই না। কারণ এগুলো খুবই স্বাভাবিক।’

বেশ কিছুদিন ধরে ভালভারদের কৌশল নিয়ে চলছে সমালোচনা। তিনি ঘুরিয়ে ফিরিয়ে খেলাচ্ছেন না কাউকে। এর ব্যাখ্যায় বার্সা কোচ বলেন, ‘বার্সার যে কোনো তারকারই দায়িত্ব নেওয়ার ক্ষমতা আছে। একা দলকে টেনে তোলার সামর্থ্য আছে। সবাই দারুণ অবস্থায় আছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads