• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

খেলা

ম্যানসিটির শিরোপা

খেলোয়াড়দের বোনাস, কোচের চুক্তি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৮ এপ্রিল ২০১৮

কোচ হিসেবে পর পর দুটি ক্লাবে দারুণ সাফল্য পান পেপ গার্দিওলা। তার সময়কে বার্সেলোনার স্বর্ণযুগ বলা হয়। চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে ক্লাব বিশ্বকাপ। লা লিগা থেকে কোপা ডেল রে। সবই জিতেছেন। বায়ার্নের হয়ে তিন মৌসুমে বুন্দেসলিগা জিতে নেন। স্প্যানিশ ক্লাবের পর জার্মান ক্লাবে দু’হাত ভরে পেয়েছেন। সেই গার্দিওলা ম্যানচেস্টার সিটিতে প্রথম মৌসুম কাটান ট্রফি শূন্য। এটা যেন তার নামের সঙ্গে বেমানান। তখন তার কাছের লোকজন বলেছিলেন, আসল ম্যানসিটিকে দেখতে ২০১৮ সালের মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তত দিন আর অপেক্ষা করতে হয়নি। মৌসুমের শুরু থেকেই দাপট দেখায় সিটিজেনরা। অর্ধেক মৌসুমের পরই ধারণা করা হয় প্রিমিয়ার লিগে শিরোপা এবার ম্যানসিটির ঘরে যাচ্ছে। সেটার ব্যতয় হলো না। পাঁচ ম্যাচ হাতে থাকতে চ্যাম্পিয়ন হলো ডি ব্রুইনি-অ্যাগুয়েরারা। তাতে পূর্বের ঘোষণা অনুযায়ী ১০ মিলিয়ন পাউন্ড বোনাস পাচ্ছেন তারা।

গার্দিওলার হাতে যেন জাদু আছে। তার ছোঁয়ায় বদলে গেছে ম্যানসিটি। বল দখল থেকে একের পর এক পাস। দুর্দান্ত রক্ষণভাগ থেকে ভয়ানক আক্রমণভাগ। মাঝমাঠেও প্রতাপ। সব যেন নিজের মতো করে সাজিয়েছেন স্প্যানিশ কোচ। তাতে মৌসুমের প্রথম শিরোপা হিসেবে কারাবাও কাপ জিতে নেয় ম্যানসিটি। তখনই গার্দিওলার সঙ্গে চুক্তি নবায়ন করার আগ্রহ দেখায় ক্লাব কর্তৃপক্ষ। কিন্তু প্রিমিয়ার লিগের শিরোপা জয় না হওয়া পর্যন্ত কোনো চুক্তিতে সই করতে আগ্রহ দেখাননি কোচ।

ম্যানচেস্টার ইউনাইটডেকে ঘরের মাঠে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার কথা ছিল ম্যানসিটির। মরিনহোর দল সেটা করতে দেয়নি। ইতিহাদ স্টেডিয়ামে পিছিয়ে থাকার পরও জয় তুলে নেয়। তবে ওল্ড ট্রাফোর্ডে দুর্বল ওয়েস্ট ব্রুমের কাছে হারে ম্যানইউ। তাতে সিটিজেনদের প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত হয়। এখন গার্দিওলা চুক্তি নবায়ন করতে প্রস্তুত। আরো এক বছর চুক্তির মেয়াদ বৃদ্ধি করবে ম্যানসিটি। ফলে ২০২০ সাল পর্যন্ত ইংলিশ ক্লাবটিতে থাকতে যাচ্ছেন স্প্যানিশ কোচ।

কারাবাও কাপ জয়ে খেলোয়াড়দেরকে তুলনামূলক অনেক কম বোনাস দেয়া হয়। তবে প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ায় কেভিন ডি ব্রুইনির মতো সিটি তারকারা ৫ লাখ পাউন্ড করে বোনাস পাচ্ছেন। প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে বোনাসের অঙ্গীকার করে ম্যানসিটি এবং সেটা তাদের চুক্তিতেও লেখা হয়।

প্রিমিয়ার লিগ জয়ের পর এখন ম্যানসিটির চোখ রেকর্ড পয়েন্ট অর্জনে। হোসে মরিনহোর অধীনে চেলসি ৯৫ পয়েন্ট জয়ের রেকর্ড গড়ে। সেটি ভেঙে নতুন রেকর্ড গড়ার অপেক্ষায় সিলভারা।

বার্সেলোনার হয়ে সব ধরনের শিরোপা জয়ের পর নিজ থেকেই চুক্তির মেয়াদ বৃদ্ধি করেননি গার্দিওলা। বায়ার্নের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে তিনবারই সেমিফাইনাল থেকে বিদায় নেয়ায় সেখানে আর থাকতে চাননি। ম্যানসিটির হয়ে এবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়। তবুও ইংলিশ ক্লাবটিতে থাকার একটা প্রবণতা দেখা যাচ্ছে কোচের মধ্যে।

২০১৬ সালে গার্দিওলা তিন বছরের জন্য চুক্তি করেন। স¿ী ক্রিস্টিনা ও তিন সন্তানকে নিয়ে ইংল্যান্ডে চলে যান। তার সন্তানরাও ভাষায় দক্ষতা অর্জন করে। এদিকে শেখ মানসুর ও ক্লাব চেয়ারম্যান খালদুন আল মুবারাকও তার প্রতি বেজায় খুশি।

প্রায় এক দশক আগে যখন মানসুর ম্যানসিটির মালিকানা নেন, তখন তারকা খেলোয়াড়রা তাদের সাথে চুক্তি করতে উৎসাহী হতেন না। এখন সেই পরিস্থিতি নাই। তার নয় বছরের মালিকানা সময়ে তৃতীয়বারের মতো প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন। গার্দিওলার অধীনে এখন রেকর্ডের অপেক্ষায়। ২০০৯-১০ মৌসুমে চেলসি ১০৩ গোলের রেকর্ড গড়ে। সেখান থেকে মাত্র ১০ গোল দূরে আছে অ্যাগুয়েরারা। তাদের হাতে ম্যাচ আছে পাঁচটি।

সোমবার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে শিরোপা জয় উদযাপন করেন মানসুর। গত মাসে আবু ধাবিতে খেলোয়াড় ও কোচের সঙ্গে দারুণ সময়ও পার করেন। গার্দিওলার শিরোপা জয়ের রাতে গলফ খেলেন। ভিনসেন্ট কোম্পানি, ফাবিয়ান ডেল্ফ, জোন স্টোন্স, কাইল ওয়াকার ও বেরনার্দো সিলভা সিটি ভক্তদের সঙ্গে শিরোপা উদযাপনের পার্টিতে অংশ নেন। আগামী ৬ মে ইতিহাদ স্টেডিয়ামে হাডার্সফিল্ডের বিপক্ষে ম্যাচ খেলার পর ট্রফিটি হাতে তুলবে তারা। ট্রফি নিয়ে বাসে করে শহর প্রদক্ষিণ করার পরিকল্পনাও চূড়ান্ত করে রেখেছে ম্যানচেস্টার সিটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads