• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

ফুটবল

ভিক্টোরিয়াকে বিধ্বস্ত করে ফাইনালে আবাহনী

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ২২ এপ্রিল ২০১৮

খাজা রহমত উল্লাহ ক্লাব কাপ হকির ফাইনাল নিশ্চিত করেছে আবাহনী। গতকাল সেমিফাইনালে আকাশি-নীল শিবির ১১-১ গোলে বিধ্বস্ত করেছে ভিক্টোরিয়াকে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিকাল সাড়ে ৫টায় শুরু হওয়া এ ম্যাচে ইজওয়ানের হ্যাটট্রিকসহ চার গোল ও মহসীনের হ্যাটট্রিকে দারুণ এ জয় পায় আবাহনী। এ ছাড়া জোড়া গোল করেছেন আশরাফুল। আজওয়ার ও সবুজ একটি করে গোল করেন। আর ব্যবধান ঘোচানো একমাত্র গোলটি আসে ভিক্টোরিয়ার রাকীবের স্টিক থেকে। একই ভেন্যুতে আজ সন্ধ্যা ৬টায় শিরোপা নির্ধারণী ম্যাচে ধানমন্ডির ক্লাব দলটি মুখোমুখি হবে দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দলের বিরুদ্ধে। দলের এমন জয়ে দারুণ খুশি বর্তমান চ্যাম্পিয়ন দলটির কোচ মাহবুব হারুন। এখন তার লক্ষ্য শিরোপা অক্ষুণ্ন রাখা।

গতকাল ম্যাচ শুরু হওয়ার কথা ছিল বিকাল ৫টায়। কিন্তু কালবৈশাখী ঝড়ের কারণে মাঠে পানি জমে যায়। দ্রুত পানি নিষ্কাশন করে মাঠে বল গড়াতে দেরি হয় ৩০ মিনিট। নির্ধারিত সময়ের আধঘণ্টা পর বল মাঠে গড়ায়। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মাঠে নেমে ভিক্টোরিয়ার বিরুদ্ধে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে খেলতে থাকেন মাহবুব হারুনের শিষ্যরা। একের পর এক আক্রমণ করে কোণঠাসা করে ফেলেন প্রতিপক্ষকে। প্রথমার্ধেই ৬-০ গোলে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। গোল উৎসবটা শুরু হয়েছিল আশরাফুলের স্টিক থেকে। এরপর শুধুই ইজওয়ান ম্যাজিক। টানা দুই গোল করেন এ স্ট্রাইকার। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই মহসীন দেখা পান দুই গোলের। আর দলকে ৬-০তে নিয়ে যান আজওয়ার।

প্রথমার্ধেই হাফডজন গোল করা আবাহনী দ্বিতীয়ার্ধেও ভিক্টোরিয়ার রক্ষণভাগ তছনছ করে ফেলে। এ অর্ধে ইজওয়ান আরো দুই গোল করেন। তুলে নেন টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক। প্রথমার্ধে জোড়া গোল করা মহসীনও দেখা পেয়েছেন হ্যাটট্রিকের। দ্বিতীয়ার্ধে নিজের তৃতীয় গোলটি করেন তিনি। ম্যাচ শেষ হওয়ার আগে আশরাফুল আরো একটি গোলের দেখা পান। এ ছাড়া সবুজ একটি গোল করেন।

ম্যাচ শেষে আবাহনীর কোচ মাহবুব হারুন বলেন, ‘আমরা ম্যাচ বাই ম্যাচ জয়ের লক্ষ্য নিয়েই টুর্নামেন্টে যাত্রা শুরু করেছিলাম। ছেলেরাও সেভাবেই খেলেছে। তারা গ্রুপ পর্বে দুই ম্যাচেই জয় পেয়েছিল। আর আজ (গতকাল) ভিক্টোরিয়ার বিরুদ্ধে যে পারফরম্যান্স করেছে, তাতে আমি আশাবাদী। চলতি এ আসরে এখনো আমরা হারিনি। ফাইনালেও আমাদের লক্ষ্য থাকবে জয় তুলে নেওয়া। শিরোপা নিয়েই আমরা ক্লাবে ফিরতে চাই।’ দলের এমন জয়ের পর টাইটেল অক্ষুণ্ন রাখার আত্মবিশ্বাসের পারদটা বেশ উর্ধ্বমুখী হারুনের, ‘আমরা এরই মধ্যে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছি। আশা করি আগামীকালের (আজকের) ফাইনালেও জয়ের ধারা অব্যাহত রাখতে পারবে ছেলেরা। মৌসুমের প্রথম শিরোপা জয় করেই আমরা ক্লাবে ফিরে যেতে চাই।’

উল্লেখ্য, গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ঢাকা আবাহনী বাংলাদেশ পুলিশকে ৪-১ গোলে পরাস্ত করেছিল। দ্বিতীয় ও শেষ ম্যাচে সোনালী ব্যাংকের বিরুদ্ধে জয় তুলে নিয়েছিল ৭-০ গোলে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads