• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

ফুটবল

‘আলো ছড়াবেন ব্রুইনে সালাহ হ্যাজার্ড’

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২২ এপ্রিল ২০১৮

কোনো সন্দেহ নেই রাশিয়া বিশ্বকাপে দ্যুতি ছড়াবেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমার ডি সিলভা। তাই স্বাভাবিকভাবে এই ত্রয়ী সুপারস্টারের ফুটবল জাদুতে মোহিত হতে বিন্দুমাত্র ভুল করবেন না প্রেমীরা। কিন্তু তাদের বাইরে আর কারা ২০১৮ বিশ্বকাপে আলো ছড়াবেন। এমন প্রশ্নের উত্তরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দলের প্রাণভোমরা নেইমার বেছে নিয়েছেন প্রিমিয়ার লিগের তিন মেধাবী ফুটবলারকে। নেইমারের তালিকায় রয়েছেন ম্যানসিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনে, লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ ও চেলসির বেলজিয়ান উইঙ্গার ইডেন হ্যাজার্ড।

পিএসজির এই তারকা প্লেমেকারের বিশ্বাস, এবারে গ্রীষ্মকালীন ফিফা বিশ্বকাপে ইংলিশ লিগের এই ত্রয়ীর সঙ্গে দ্যুতি ছড়িয়ে দেবেন তার সাবেক বার্সা সতীর্থ উরুগুয়েন স্ট্রাইকার লুইস সুয়ারেজও, ‘মানসম্পন্ন অনেক ফুটবলার রয়েছেন। আমরা বিশ্বকাপের কথা বলছি, যেখানে বিশ্বের সেরা ফুটবলাররা দাপিয়ে বেড়াবেন। কিন্তু ফিলিপে কুতিনহো ও গ্যাব্রিয়েল জেসুস আমার পারফরম্যান্সে বড় প্রভাব ফেলতে পারে। প্রত্যাশা করছি তারা তা করবে। মোহাম্মদ সালাহ বড় কোনো জাতীয় দলের হয়ে খেলেন না। কিন্তু তারপরও তার বিশ্বকাপ আসরটা দুর্দান্ত কাটতে পারে। তার সঙ্গে দর্শকদের মন কাড়তে প্রস্তুত রয়েছেন ইডেন হ্যাজার্ড, কেভিন ডি ব্রুইনে ও লুইস সুয়ারেজের মতো মেধাবী ফুটবলাররা।’

ইনজুরি কাটিয়ে শতভাগ ফিট নন নেইমার। এখনো ক্র্যাচে ভর দিয়ে করছেন চলাফেরা। তার ডান পায়ে এখনো রয়েছে প্রোটেকটিভ বুট। কিন্তু বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসরে জন্মভূমি ব্রাজিলের হয়ে জ্বলে উঠে ২৬ বছরের এই সুপারস্টার দেশবাসীকে উপহার দিতে চান ষষ্ঠ বিশ্ব শিরোপা, ‘আশা করছি আমরা সবাই ভালো খেলতে পারব। বিশ্বকাপটা চমৎকার কাটবে। কিন্তু চাই না ব্রাজিলের বিপক্ষে প্রতিপক্ষের ফুটবলাররা ভালো খেলুক। ব্রাজিলের সদস্য হতে পেরে আমি খুশি। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রয়োজনীয় বিশ্বমানের ফুটবলার রয়েছে আমাদের হাতে। আমরা সেটা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করব।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads