• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

ফুটবল

ধ্রুপদী লড়াইয়ে জেতেনি কেউ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৮ মে ২০১৮

গত ডিসেম্বরের এল ক্লাসিকো। সান্টিয়াগো বার্নাব্যুতে খেলা। ম্যাচের দ্বিতীয়ার্ধে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল মাদ্রিদ। সুযোগটি কাজে লাগায় বার্সেলোনা। ৩-০ গোলে জয় তুলে নেয় সফরকারীরা। এবার ন্যু ক্যাম্পে ১০ জনের দলে পরিণত হয় বার্সা। কিন্তু স্বাগতিকদের হারাতে পারেনি রোনালদোরা। ঘটনাবহুল ও রুদ্ধশ্বাস ম্যাচটি ড্র হয় ২-২ গোলে। ফলে অপরাজিত থেকে চলতি মৌসুম শেষ করার সম্ভাবনা জাগিয়ে তুলল বার্সেলোনা।

লা লিগায় এখন পর্যন্ত কোনো দল অপরাজিত থেকে মৌসুম শেষ করতে পারেনি। বার্সেলোনা সেই সম্ভাবনা সৃষ্টি করেছে। তাদের সামনে ভয় ছিল এল ক্লাসিকো। সেটিও পার হয়ে গেল। মৌসুমে আর মাত্র তাদের তিনটি ম্যাচ বাকি আছে। শিরোপা ইতোমধ্যে ঘরে তুলেছে। ফলে বাকি ম্যাচগুলোতে না হারলেই নতুন রেকর্ডের মালিক হবে কাতালান ক্লাবটি। অন্যদিকে গত মৌসুমসহ মোট ৪২ ম্যাচ অপরাজিত তারা।

লিগে ৩৫ ম্যাচে ২৬টি জয় ও ৯টি ড্রয়ে ৮৭ পয়েন্ট অর্জন করে টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা। সমান ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ বেশি খেলে ৭৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আটলেটিকো মাদ্রিদ। আর ৬৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ভ্যালেন্সিয়া।

রোববার ম্যাচের ১০ মিনিটে দলকে এগিয়ে দেন সুয়ারেজ। সার্জিও রবার্তোর পাস থেকে আসা বল বুলেটগতিতে জালে পাঠান তিনি। এর ফলে ২০১৪ সালে বার্সেলোনায় যোগ দেওয়ার পর লা লিগার এল ক্লাসিকোতে একক খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি গোলের মালিক হলেন উরুগুইয়ান তারকা। আট ম্যাচে তার গোলসংখ্যা ৬টি।

অবশ্য এই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। খেলার ১৪ মিনিটে করিম বেনজেমার কাছ থেকে বল পেয়ে রিয়ালকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ানো রোনালদো। তাতে সব ধরনের প্রতিযোগিতায় এল ক্লাসিকোতে রিয়ালের সবচেয়ে বেশি গোলের রেকর্ডে ভাগ বসান পর্তুগিজ উইঙ্গার। এতদিন ১৮ গোল নিয়ে রেকর্ডটি এককভাবে নিজের দখলে রাখেন আলফ্রেড ডি  স্টেফানো।

এই গোলের সুবাদে এল ক্লাসিকোতে প্রথম দল হিসেবে ৪০০ গোলের মাইলফলক স্পর্শ করে রিয়াল মাদ্রিদ। সব মিলিয়ে বার্সেলোনার গোলসংখ্যা ৩৮৯।

প্রথমার্ধের ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে লাল কার্ড দেখেন রবার্তো। তাতে বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ১০ জনের দলে পরিণত হয় বার্সেলোনা। ২০১৩ সালে লা লিগার ম্যাচে রিয়ালের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ভিক্টর ভালদেস। তারপর বার্সেলোনার প্রথম খেলোয়াড় হিসেবে লাল কার্ড দেখেন রবার্তো। আর ২০১১ সালের পর প্রথম বার্সা খেলোয়াড় হিসেবে ন্যু ক্যাম্পে এল ক্লাসিকোতে লাল কার্ড দেখেন তিনি।

বিরতি থেকে ফেরার পর আবার লিড নেয় বার্সা। এবার অসাধারণ এক গোল করেন লিওনেল মেসি। তাতে এল ক্লাসিকোতে সর্বোচ্চ গোলের রেকর্ডটি আরো দূরে সরিয়ে নিলেন। বর্তমানে তার মোট গোলসংখ্যা ২৬।

রিয়াল ফের সমতায় ফেরে। রোনালদোর বদলি হিসেবে মাঠে নামা অ্যাসেনসিওর পাস থেকে বল পেয়ে গোল করেন গ্যারেথ বেল। ২০১৪ সালে কোপা ডেল রের ফাইনালে গোলের পর এই প্রথম এল ক্লাসিকোতে গোল করলেন ওয়েলস তারকা। আর লা লিগায় বার্সেলোনার বিপক্ষে এটিই তার একমাত্র গোল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads