• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

নেইমার

ছবি: ইন্টারনেট

ফুটবল

স্পেনে ফিরছেন নেইমার!

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১২ মে ২০১৮

আগামী মৌসুম শুরুর আগেই রিয়াল মাদ্রিদে যেতে চান নেইমার। স্প্যানিশ জায়ান্টকে বার বার সবুজ সঙ্কেত দেন। যেকোনোভাবে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছাড়তে চান তিনি। বিষয়টি আগে গুজবের মতো হলেও সত্যটা এখন আর অজানা নেই পিএসজি কর্তৃপক্ষের কাছে।

গত মৌসুমে বার্সেলোনা থেকে রেকর্ড পরিমাণ অর্থ খরচ করে নেইমারকে দলে ভেড়ায় পিএসজি। ২০২২ সাল পর্যন্ত তার সঙ্গে চুক্তি করা হয়। কিন্তু এক মৌসুম শেষ হওয়ার আগেই স্পেনে ফিরে যেতে আগ্রহ দেখান ব্রাজিলীয় ফুটবলার।

২৬ বছর বয়সী এই তারকা বুঝতে পারেন যে লা লিগা ছেড়ে দেওয়া তার ভুল সিদ্ধান্ত ছিল। পিএসজির ড্রেসিংরুমে নিজেকে মানিয়ে নিতে পারছেন না। ক্লাবটির তারকা এডিসন কাভানির সঙ্গেও সম্পর্ক ভালো না।

২০১৭ সালের ডিসেম্বরে ব্যালন ডি’অর অনুষ্ঠানে রিয়াল মাদ্রিদ পরিচালকদের নিজের ইচ্ছার জানান দেন নেইমার। এবার দল-বদল নিয়ে আলোচনা করতে পিএসজি কর্তৃপক্ষের সঙ্গে বসতে চান। তার বাবা ইতোমধ্যে ক্লাব প্রেসিডেন্ট নাসের আল খেলাইফির সঙ্গেও যোগাযোগ করেছেন।

তবে নেইমারের ভবিষ্যৎ নির্ভর করছে কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি ও পিএসজির কর্তৃপক্ষের উপর। পিএসজির ঘনিষ্ঠ সূত্র জানায়, টাকার চেয়ে নেইমারের দল-বদলে বড় বাধা আমিরের সম্মান। গত মৌসুমে নেইমার ও এমবাপেকে দলে নিয়ে বিশ্বব্যাপী আলোচনার ঝড় তোলে প্যারিসের ক্লাবটি। এক মৌসুম পরই দলের সুপারস্টার বিদায় নিলে তা আমিরের জন্য সম্মানজনক নয় বলে মনে করা হয়।

অন্য ক্লাবগুলোর জন্য সবচেয়ে বড় বাধা দল-বদল ফি। ২২২ মিলিয়ন ইউরোতে নেইমারকে দলে নেয় ফরাসি ক্লাবটি। ফলে তাকে পেতে হলে এখন ২৬০ মিলিয়ন থেকে ৩০০ মিলিয়ন ইউরো বা তার চেয়েও বেশি খরচ করা লাগতে পারে অন্য ক্লাবগুলোর।

বিশাল অঙ্কের অর্থ খরচ করে খেলোয়াড় দলে নেওয়ার রেকর্ড আছে রিয়াল মাদ্রিদের। তবে নেইমারকে ২৬০ মিলিয়নের বেশি অর্থ দিয়ে নেওয়ার সঙ্গে তার বেতন, বোনাস যোগ হবে। অন্যদিকে, চলতি মৌসুম শেষে ক্রিশ্চিয়ানো রোনালদো বেতন বৃদ্ধির দাবি করতে পারেন বলে জানা যায়।

২০১৯ সালে গ্রীষ্মকালীন দল-বদল মৌসুমে চুক্তি অনুযায়ী ২২২ মিলিয়ন ইউরোতেই নেইমারকে দলে নেওয়া যাবে। এখন তাকে দলে নিতে মোটা অঙ্ক খরচ করতে হবে। তবু রিয়াল সুযোগটি হাতছাড়া করতে চায় না। স্প্যানিশ জায়ান্টরা চায় না যে নেইমার অন্য কোনো ক্লাবে যোগদান করুক।

এদিকে, নেইমারের বার্সেলোনায় ফেরা ইতিবাচক হিসেবে দেখছেন না কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। সাবেক সতীর্থের ঘরে ফেরা অস্বাভাবিক মনে করেন ২০১০ বিশ্বকাপ জয়ী তারকা। মৌসুম শেষে বার্সা ছেড়ে দিতে যাওয়া এই ফুটবলার মনে করেন, অ্যাটলেটিকো মাদ্রিদের গ্রিজম্যান কাতালানদের জন্য ভালো হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads