• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
ম্যানসিটির উদযাপন

ইন্টারনেট

ফুটবল

ম্যানসিটির উদযাপন

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৬ মে ২০১৮

হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। শহরের অলি-গলি থেকে শুরু করে প্রতিটি মোড়ে আরো কয়েক হাজার মানুষ ভিড় জমায়। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ উল্লাসে ফেটে পড়ে। কারো মুখে বাঁশি। কারো হাতে পতাকা। সবাই এক সুরে গানের তালে তালে এগিয়ে চলে। আর তাদের কেন্দ্রে দুটি উন্মুক্ত বাস। যেখান থেকে তাদের সঙ্গে তাল মেলান কোম্পানি-ব্রুইনিরা। এ যেন তাদের জন্য এক ঈদের দিন। আর সেটাই তো হওয়ার কথা। কারণ প্রিমিয়ার লিগের ইতিহাসে ১২টি রেকর্ড গড়ে শিরোপা ঘরে তোলে ম্যানচেস্টার সিটি। তার আগে জিতে নেয় কারাবাও কাপ। সোমবার ম্যানচেস্টারের রাস্তায় রাস্তায় প্যারেড করে এমন বিজয় উদযাপন করে সিটিভক্তরা।

২০১৬ সালে ম্যানসিটির কোচের দায়িত্ব নেন পেপ গার্দিওলা। অভিষেক মৌসুমে একটি শিরোপাও জিততে পারেননি। তার কোচিং ক্যারিয়ারে সেটিই প্রথম শিরোপাহীন মৌসুম। বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের হয়ে টানা সাফল্য পাওয়া কোচের জন্য তা ছিল বেমানান। পরের মৌসুমে লড়াইয়ে নামেন সব কৌশল নিয়ে। তাতে কাজও হয়। তার দল জিতে নেয় দুটি শিরোপা। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে বিদায় নিলেও প্রিমিয়ার লিগে করে অনেকগুলো রেকর্ড। ইংলিশ লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে ১০০ পয়েন্টের গৌরব অর্জন করে। এক মৌসুমে সবচেয়ে বেশি গোল ও বেশি জয়েরও রেকর্ড গড়ে গার্দিওলার শিষ্যরা।

তবে স্প্যানিশ কোচের ক্ষুধা যেন মেটেনি। সোমবার প্যারেডের দিন সিটি সমর্থকদেরকে জানিয়ে দেন, আগামী মৌসুমে আরো শক্তিশালী রূপে দেখা যাবে তাদের প্রিয় দলকে। তিনি বলেন, ‘এবার গ্রীষ্মে সোফায় বসে আমরা বিশ্বকাপ দেখব, যা অর্জন করেছি তা উপভোগ করব। তারপর আরো শক্তিশালী রূপে ফিরে আসব।’

সমর্থকদের ধন্যবাদ জানিয়ে গার্দিওলা বলেন, ‘এখানে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমরা একসঙ্গে যা করেছি তা ভাগাভাগি করে নিতে পারায় আনন্দিত। আগামী মৌসুমে আবার দেখা হবে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads