• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
আবাহনীর লক্ষ্য ভালো খেলা

সংরক্ষিত ছবি

ফুটবল

আবাহনীর লক্ষ্য ভালো খেলা

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১৬ মে ২০১৮

এএফসি কাপের বাছাই পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে গেছে ঢাকা আবাহনীর। গত ম্যাচে নিজেদের মাটিতে মালদ্বীপের ঘরোয়া লিগ চ্যাম্পিয়ন নিউ রেডিয়েন্টের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর আকাশি-নীল শিবিরের সব আশা চূর্ণ হয়ে যায়। ফলে বাছাই পর্বের শেষ ম্যাচটি ‘নিয়মরক্ষা’র ম্যাচে পরিণত হয়েছে আবাহনীর জন্য। গুরুত্বহীন এ ম্যাচে আজ সাইফুল বারী টিটুর শিষ্যরা মুখোমুখি হবে ভারতের বেঙ্গালুরু এফসির। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।

ম্যাচের ফল থেকে আবাহনীর ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। তবুও এ ম্যাচে অতিথিদের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে আনতে চায় স্বাগতিকরা। ভারতের এই দলটির কাছে অ্যাওয়ে ম্যাচে হারতে হয়েছিল ধানমন্ডির ক্লাব দলটিকে। ১-০ গোলের ওই হারের লজ্জা ঢাকতে চলতি এ আসরে নিজেদের শেষ ম্যাচটি জিততে চায় স্বাগতিক শিবির। এএফসি কাপের গ্রুপ পর্বে গত পাঁচ ম্যাচের একটিতে জয় আছে আবাহনীর। সমান ম্যাচে আছে ড্র। বাকি তিন ম্যাচেই হারতে হয়েছে। সব মিলিয়ে আবাহনীর ঝুলিতে পয়েন্ট মাত্র ৪।

গ্রুপ পর্বে এবার আবাহনীর শুরুটাই হয়েছে হার দিয়ে। মালদ্বীপের ক্লাব নিউ রেডিয়েন্টের কাছে ১-০ গোলে হারের পর বেঙ্গালুরু এফসির সঙ্গেও সমান ব্যবধানে হারতে হয়। তৃতীয় ম্যাচে এসে ঘুরে দাঁড়িয়েছিল আকাশি-নীল শিবির। প্রতিপক্ষ ছিল ভারতের আইজল এফসি। ৩-০ গোলে ওই জয়ের পর নিজেদের মাটিতে এসে একই দলের বিপরীতে ড্র’র সান্ত্বনা নিয়ে মাঠ ছাড়তে হয় আবাহনীকে। আর পঞ্চম ম্যাচে এসে হোম গ্রাউন্ডে সবচেয়ে বড় ধাক্কা খায় সাইফুল বারী টিটুর শিষ্যরা। মালদ্বীপের ক্লাবটির কাছে ৫-১ গোলে বড় হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে তারা।

হারতে হারতে ক্লান্ত আবাহনীর লক্ষ্য এখন শেষ ম্যাচে সমর্থকদের প্রত্যাশা কিছুটা হলেও পূরণ করা। ভালো ফুটবল খেলা উপহার দিয়ে পয়েন্ট ছিনিয়ে আনা। বেঙ্গালুরু এফসির কাছে অ্যাওয়ে ম্যাচের হারের সেই তিক্ত স্মৃতি মনে করতে নারাজ কোচ সাইফুল বারী টিটু, ‘আমরা বেঙ্গালুরুর কিংবা রেডিয়েন্টের সঙ্গে গত ম্যাচে কী রেজাল্ট করেছি, সেটা নিয়ে ভাবতে চাই না। কালকের (আজকের) ম্যাচটি নতুন একটি ম্যাচ। তাই নতুন করেই পরিকল্পনা নিয়ে মাঠে নামব আমরা। আমাদের লক্ষ্যই থাকবে ভালো ফুটবল উপহার দিয়ে প্রতিপক্ষ দলটির কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে আনা।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads