• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
‘বিশ্বকাপের আগেই ফিট নয়্যার’

ইনজুরি কাটিয়ে উঠেছেন জার্মান গোলবারের এই অতন্দ্রপ্রহরী

ইন্টারনেট

ফুটবল

‘বিশ্বকাপের আগেই ফিট নয়্যার’

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৬ মে ২০১৮

বাঁ-পায়ের ইনজুরিটা অনেক জ্বালিয়েছে ম্যানুয়েল নয়্যারকে। চোটের ছোবল এতই ব্যাপক ছিল যে বিদায়ী মৌসুমের বেশিরভাগ সময় মাঠের লড়াইয়ে দর্শক হয়ে ছিলেন জার্মানির এই গোলরক্ষক। স্বাভাবিকভাবেই ভক্ত-সমর্থকরা শঙ্কায় পড়ে ছিলেন, রাশিয়া বিশ্বকাপ থেকে না ছিটকে যান নয়্যার। কিন্তু না। সে ভয়টা কেটে গেছে। ইনজুরি কাটিয়ে উঠেছেন জার্মান গোলবারের এই অতন্দ্রপ্রহরী। যেভাবে দিন দিন তার ফিটনেসের উন্নতি হচ্ছে। তাতে করে আসন্ন বিশ্বকাপের জন্য যথাসময়েই শতভাগ ফিট হয়ে যাবেন নয়্যার। দলের অধিনায়ক নিয়ে এমন আশার বাণীই শুনিয়েছেন জার্মান কোচ জোয়াকিম লো।

বিশ্বকাপকে সামনে রেখে ইতালির উত্তরাঞ্চলে অনুশীলন ক্যাম্প বসিয়েছে জার্মানি। অনুশীলনের শুরুতেই ফুটবল গুরু লো জানিয়ে দেন, রাশিয়ায় ৩২ বছরের তারকা ফুটবলার নয়্যারের খেলা নিয়ে তিনি দৃঢ় আত্মবিশ্বাসী। নয়্যার এখন অনুশীলন চালিয়ে যাচ্ছেন। খবরটা জানিয়ে লো বলেন, ‘নয়্যার বায়ার্নে এক সপ্তাহ অনুশীলন করেছে। এখানে পুরোদমে অনুশীলন করে যাচ্ছে। কঠিন অনুশীলনের জন্য প্রস্তুত সে।’

তবে লো সাফ জানিয়ে রেখেছেন, শতভাগ ফিট হলেই কেবল রাশিয়া সফরে যেতে পারবেন নয়্যার, ‘প্রতিনিয়ত আমরা তার দিকে লক্ষ্য রাখছি। শতভাগ ফিট হলেই কেবল সে রাশিয়া যেতে পারবে। কোনো সমসা দেখা দিলে তা নিয়ে আমরা আলোচনা করব।’ কোনো কারণে নয়্যার যদি খেলতে না পারেন। সেজন্য দলের অধিনায়ক হিসেবে বিকল্প ঠিক করে ফেলেছেন কোচ লো, ‘নয়্যার যদি চূড়ান্ত দলে না থাকে সামি খেদিরা ও টমাস মুলার দুজনের কেউ দলকে নেতৃত্ব দেবে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads