• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
আজ শুরু থেকেই খেলবেন নেইমার

ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার

ছবি : ইন্টারনেট

ফুটবল

আজ শুরু থেকেই খেলবেন নেইমার

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২২ জুন ২০১৮

কোস্টা রিকার বিরুদ্ধে ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে ব্রাজিল ভক্তদের উৎকণ্ঠা দূর করে দলটির কোচ তিতে জানিয়েছেন, শুক্রবার শুরু থেকেই খেলবেন নেইমার। সেন্ট পিটার্সবার্গে সাংবাদিক সম্মেলনে তিতে বলেছেন, ‘মঙ্গলবার অনুশীলনে ডান পায়ের গোড়ালিতে ব্যথা অনুভব করায় মাঠ ছেড়েছিলেন নেইমার। কিন্তু পরের দিনই স্বাভাবিকভাবে অনুশীলন করেছেন তিনি। তাই কোস্টারিকার বিরুদ্ধে নেইমারের খেলতে সমস্যা হবে বলে মনে হয় না।’

প্রথম ম্যাচে নেইমারকে চেনা ছন্দে পাওয়া যায়নি। তিনি বল ধরলেই সুইৎজ়ারল্যান্ডের ফুটবলাররা ঝাঁপিয়ে পড়েছেন। পুরো ম্যাচ দশ বার ফাউল করা হয়েছিল নেইমারকে ম্যাচের পরে অনেকেই বলছেন, খেলার ধরন বদলানো উচিত ব্রাজিল তারকার।কিন্তু তিতে তাদের সঙ্গে একমত নন। তিনি বলেন, ‘আমি কখনোই নেইমারকে খেলার ধরন বদলানোর পরামর্শ দেব না। তাছাড়া কোচ তো আর মাঠে নেমে খেলবে না।’ তিতে আরো বলেন, ‘প্রায় সাড়ে তিন মাস পরে নেইমার নব্বই মিনিট পুরো খেলল। পুরোপুরি ছন্দে ফেরার জন্য ওর অন্তত পাঁচটা ম্যাচ দরকার। নেইমার যদি খেলতে না পারে, তা হলে সেটা দলের পক্ষে বিরাট ক্ষতি।’

নেইমারকে ছন্দে ফেরাতে যে মরিয়া তিতে, সেন্ট পিটার্সবার্গে অনুশীলনেই সেটা স্পষ্ট দেখা গিয়েছে। নেইমারকে নিয়ে আলাদাভাবে অনুশীলন করাচ্ছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কখনো চাইব না নেইমারের মতো ফুটবলারকে মাঠের বাইরে রাখতে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads