• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
মেসিরাই কোচের ভূমিকায়!

কঠিন সমীকরণের সামনে আলবিসেলেস্তে শিবির

ছবি : ইন্টারনেট

ফুটবল

মেসিরাই কোচের ভূমিকায়!

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ২৫ জুন ২০১৮

রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে দেয়ালে পিঠ ঠেকে গেছে আর্জেন্টিনার। কঠিন সমীকরণের সামনে আলবিসেলেস্তে শিবির। জিততেই হবে নাইজেরিয়ার সঙ্গে, অন্যদিকে প্রার্থনা করতে হবে আইসল্যান্ড যেন জিততে না পারে ক্রোয়েশিয়ার সঙ্গে। আর্জেন্টিনার সব ফোকাস এখন নাইজেরিয়ার দিকে। আগামীকাল মঙ্গলবার রাত ১২টায় সেন্ট পিটার্সবার্গে মাঠে নামবে আর্জেন্টিনা। তার আগে জোর গুঞ্জন, এই ম্যাচে আর্জেন্টিনার একাদশ সাজানোর দায়িত্ব নেবে খেলোয়াড়রাই। মানে, জর্জ সাম্পাওলি থাকবেন, তবে পুতুল কোচ হয়ে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোয় এমন খবরই এখন চাউর।

প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র। বাঁচা-মরার দ্বিতীয় ম্যাচে যেখানে আর্জেন্টিনাকে জ্বলে উঠতে হতো দ্বিগুণ শক্তিতে, সেখানে ক্রোয়েশিয়ার সঙ্গে ৩-০ গোলের ন্যক্কারজনক হার। যে হারে চিকন সুতোর উপর ঝুলছে আর্জেন্টিনার ভাগ্য। এই ম্যাচের পরই জোর আলোচনায় মেসিরা। দলের মধ্যে নাকি চলছে ভয়ানক কোন্দল। আর তা কোচ সাম্পাওলিকে ঘিরেই। ম্যাচের দিনই সার্জিও আগুয়েরো নিজের ক্ষোভ ঝেড়ে বলেছিলেন, ‘তাকেই (সাম্পাওলি) সব বলতে দিন, যা বলতে চান তিনি।’

সিনিয়র ফুটবলারদের সঙ্গে সাম্পাওলির দ্বন্দ্ব এখন সবার সামনে চলে এসেছে। আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপজয়ী দলের সদস্য বুরুচাগা কোচ হচ্ছেন মেসিদের, ক্রোয়েশিয়ার সঙ্গে হারের পর এমন খবর ছিল তুঙ্গে। তবে তা আর হচ্ছে না। সাম্পাওলিকেই বহাল রাখছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তবে নাইজেরিয়ার বিরুদ্ধে ম্যাচে একাদশ সাজানোর ক্ষমতা থাকছে না সাম্পাওলির। দল সাজাবেন সিনিয়র ফুটবলাররা। এমন সিদ্ধান্তের পেছনেও নাকি এএফএ’র হাত।     

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ‘ক্রোয়েশিয়ার কাছে হারের পর থেকেই খেলোয়াড়রা সাম্পাওলির কোনো নির্দেশের তোয়াক্কা করছেন না! অর্থাৎ সাম্পাওলি এখন শুধুই ‘কাগুজে’ কোচ। সিদ্ধান্ত যা নেওয়ার খেলোয়াড়রাই নিচ্ছেন। আর্জেন্টিনার সংবাদমাধ্যম জানিয়েছে, ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের পর গভীর রাতে খেলোয়াড়রা তাদের বেইসক্যাম্পে বৈঠকে বসেন। সেখানে সাম্পাওলিকে তারা বলেন, নাইজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিনি যেন কোচিং না করেন।

আর্জেন্টিনার গণমাধ্যমের খবর, সাম্পাওলিকে না মানার এই বিদ্রোহে খেলোয়াড়দের সমর্থন দিচ্ছেন স্বয়ং এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া। অন্যান্য সংবাদমাধ্যমে অবশ্য দাবি করেছে, খেলোয়াড়, কোচিং স্টাফ ও তাপিয়া মিলে বৈঠক শেষে ঐক্যবদ্ধ হয়ে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের পরিস্থিতি মোকাবিলার সিদ্ধান্ত নিয়েছেন।

এমন হট্টগোলের সময় কথা বলেছেন ১৯৮৬ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার রিকার্ডো গিউস্তি। দলের এমন বাজে অবস্থা নিয়ে নাকি তার সঙ্গে কথা হয়েছে বুরুচাগার। যেখানে বুরুচাগা নাকি তাকে বলেছেন, নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে খেলোয়াড়রা তার সঙ্গে কথা বলেছেন। গিউস্তির ভাষ্য, ‘খেলোয়াড়রাই একাদশ ঠিক করবেন। এটাই বাস্তবতা। সাম্পাওলি চাইলে বেঞ্চে বসে থাকতে পারেন। তা না চাইলেও সমস্যা নেই।’

আর্জেন্টিনার বিদ্রোহের নায়ক সিনিয়র ফুটবলাররা। যেখানে অনুমিতভাবে উঠে আসছে অধিনায়ক লিওনেল মেসি ও হ্যাভিয়ের মাশ্চেরানো। নাইজেরিয়ার বিরুদ্ধে মাঠের খেলার দায়িত্বও নিতে হবে এই দুজনকে। দিতে হবে সামনে থেকে নেতৃত্ব। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মেসিকে খুঁজে পাওয়া যায়নি মাঠে। যার পেছনে অনেকেই দায়ী করছেন সাম্পাওলির কোচিং দর্শন। কেউ কেউ বলছেন, মেসি ইচ্ছা করেই বাজে খেলেছেন।

তবে পিঠ যখন দেয়ালে, শেষ ম্যাচে সেরাটা দেওয়ারই চেষ্টা করবে মেসিসহ দলের বাকি সদস্যরা।   

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads