• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
উরুগুয়ে না পর্তুগাল শেষ হাসি কার!

পর্তুগালের ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজের

ছবি : ইন্টারনেট

ফুটবল

উরুগুয়ে না পর্তুগাল শেষ হাসি কার!

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ৩০ জুন ২০১৮

বিশ্বকাপের প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন উরুগুয়ে। এরপর আর শিরোপা ধরা দেয়নি। অন্যদিকে সাতবার অংশগ্রহণ করেও বিশ্বকাপের সোনালি ট্রফির দেখা মেলেনি পর্তুগালের। এবার দুদলের চোখেই শিরোপা জয়ের সুতীব্র বাসনা। কিন্তু আজই থেমে যাবে একটি দলের মিশন। অন্য দল পৌঁছে যাবে শেষ আটে। রাশিয়া বিশ্বকাপের নকআউট পর্বে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের মুখোমুখি হবে আজ লুইস সুয়ারেজের উরুগুয়ে। সোচিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়।

উরুগুয়ের বিশ্বকাপ মিশন শুরু হয়েছিল মিসরের বিপক্ষে। শেষ মুহূর্তে দেওয়া একমাত্র গোলে জয় পায় উরুগুয়ে। দ্বিতীয় ম্যাচে সৌদি আরবকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে উরুগুয়ে। আর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক রাশিয়াকে ৩-০ গোলে হারায় তারা। ফলে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে খেলছে সুয়ারেজ-কাভানিরা। ৪-৩-১-২ ফরমেশন বেশি পছন্দ উরুগুয়ের কোচ অস্কার তাবারেজের। এ ম্যাচেও একই ফরমেশন রাখবেন তিনি।

এদিকে, পর্তুগালের ভরসার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। গ্রুপ পর্বেই নিজের সামর্থ্যের প্রমাণ রেখেছেন তিনি। নিজেদের প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে হ্যাটট্রিক করেন তিনি। ফলে স্পেনের বিপক্ষে ৩-৩ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা। পরের ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-০ গোলের জয় পায় পর্তুগাল। আর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইরানের সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা। ফলে গ্রুপ ‘বি’ রানার্স-আপ হয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয় পর্তুগাল।

গ্রুপ পর্বে প্রতিপক্ষের জালে পর্তুগাল গোল করেছে পাঁচটি। এর চারটি এসেছে রোনালদোর পা থেকে। তাই দ্বিতীয় রাউন্ডে তাকে ঘিরে রণ পরিকল্পনা সাজাবেন পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোস। ৪-৪-২ ফরমেশনে ছক কষেছেন তিনি। তবে পর্তুগালের চিন্তার কারণ হতে পারে হলুদ কার্ড। আগের ম্যাচে হলুদ কার্ড পেয়েছিলেন রোনালদো। সুতরাং আজকের ম্যাচে সাবধানে থাকতে হবে তাকে। না হলে এ ম্যাচে হলুদ কার্ড দেখলে, কোয়ার্টার ফাইনালে বসে থাকতে হবে সিআর সেভেনকে।

কিন্তু পরিসংখ্যানে উরুগুয়ের চেয়ে এগিয়ে আছে পর্তুগাল। এর আগে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মাত্র দুবার মুখোমুখি হয়েছে দুদল। একবার জয় পেয়েছে রোনালদোর দল। আর অন্যটি ড্র হয়। আর বিশ্বকাপের এবারই প্রথম মুখোমুখি হচ্ছে তারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads