• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
ওরা জীবন বাজি রাখতে তৈরি!

দেশকে জিতিয়ে প্রতিশোধ নিতে চাইছেন ওরা

ছবি : ইন্টারনেট

ফুটবল

ওরা জীবন বাজি রাখতে তৈরি!

  • প্রকাশিত ১০ জুলাই ২০১৮

‘আমরা জিতবই’ এরকম হুঙ্কার এখনো দেননি দু’জনের কেউ। তবে মাঠে নামার আগে তাদের যা শরীরী ভাষা তাতে, ম্যাচ জিততে জীবন বাজি রাখতেও যেন রাজি দু’জনে। দেশকে জিতিয়ে প্রতিশোধ নিতে চাইছেন ওরা। রাশিয়া বিশ্বকাপের পরিসংখ্যান বলছে, ফ্রান্স গোলকিপার হুগো লরিস এবং বেলজিয়াম গোলকিপার থিবো কুর্তোয়া দু’জনেই পারফরম্যান্সের নিরিখে একই বিন্দুতে দাঁড়িয়ে। দু’টো করে ম্যাচে কোনো গোল খাননি। ফিফার দেওয়া পয়েন্টের বিচারে লরিস সামান্য এগিয়ে থাকলেও মঙ্গলবার সেটা মুছে দেওয়ার সুযোগ রয়েছে কুর্তোয়ার সামনে।

কিন্তু দু’জনের লড়াইটা তো এখন শুধু সোনালি গ্লাভস জেতার মধ্যেই আর সীমাবদ্ধ নেই। সেটা ছড়িয়ে পড়ছে ক্লাবের উঠোনেও। ফ্রান্স বনাম বেলজিয়ামের আজকের সেমিফাইনাল যুদ্ধ বহু হবু তারকার দাপাদাপিতে আগুনে হয়ে উঠলেও তাই সবার নজর থাকবে লরিস বনাম কুর্তোয়ার মধ্যে কে সেরা হন তা দেখার জন্য। টাইব্রেকারে ম্যাচ গেলে তো তাদের উপরই নির্ভর করতে হবে পুরো টিমকে। যেভাবে এবার বহু ম্যাচ টাইব্রেকারে গড়িয়েছে তাতে লরিস বা কুর্তোয়া নায়ক হয়েও যেতে পারেন শেষ পর্যন্ত।

দুই গোলকিপার শেষ চারে দলকে তোলায় মুখ্য ভূমিকা নিয়েছিলেন এবার। উরুগুয়ের মার্টিন সেজার্সের হেড উড়ে গিয়ে রুখে দিয়েছিলেন লরিস। কোয়ার্টার ফাইনালে সেদিন ওই গোলটা হয়ে গেলে সমস্যায় পড়ত ফ্রান্স। আর কুর্তোয়া তো ব্রাজিল ম্যাচে অন্তত পাঁচটা নিশ্চিত গোল বাঁচিয়েছেন। না হলে বেলজিয়ামের শেষ চারে যাওয়া হত না।

তাই এবার একে অন্যকে হারানোর জন্য মরিয়া। সোমবার বিকেলে সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে দলের সঙ্গে অনুশীলন করতে এসেছিলেন ফ্রান্স গোলকিপার হুগো লরিস। সাংবাদিক সম্মেলনে যাওয়ার আগে নিজের দেশের এক ওয়েবসাইট প্রতিনিধিকে ফ্রান্স অধিনায়ক বলে দেন, ‘টটেনহ্যামের জন্য আমি গর্বিত। আমাদের কোনো ফুটবলারের হাতেই কাপ উঠবে এবার। সেমিফাইনালে ওঠা চার দলে নয় জন আমাদের ক্লাবের ফুটবলার রয়েছে। যে রেকর্ড বিশ্বের কোনো ক্লাবের এবার নেই। এমনকি ক্রোয়েশিয়া দলেও আমাদের ক্লাবের দু’জন আছে।’

লরিসের এই দাবিকে ঘুরিয়ে তাকে কটাক্ষ বলে মনে করছেন কুর্তোয়া। মস্কোয় বেলজিয়ামের অনুশীলনের পর সন্ধ্যায় সেন্ট পিটার্সবার্গে নেমে তিনি বলেন, ‘কে, কোথায়, কী বলছে জানি না। এবার বেলজিয়াম যা খেলছে তাতে আমাদেরই কাপ জেতা উচিত। চেলসির কোনো ফুটবলারকে হয়তো দেখবেন বিশ্বকাপ হাতে ছবি তুলতে দেখবেন।’ লরিস পাঁচ বছরের বড় কুর্তোয়ার চেয়ে। দু’জনেই ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছেন অনেক দিন। ফলে ক্লাবে তাদের প্রতি টান থাকবেই। এখন যেহেতু দেশ বনাম ক্লাব নিয়ে বিতর্ক তুঙ্গে তাই দু’জনেই দেশের মঞ্চে ক্লাবকে আনায় নতুন এক বিতর্কের সূত্রপাত হয়েছে।

এমনিতে কুর্তোয়া নানা সময় বিতর্কে জড়িয়ে পড়লেও লরিস কখনো ঝামেলায় ঢোকেন না। বল গ্রিপ করা, একের বিরুদ্ধে এক অবস্থায় পজিশন নেওয়ার ক্ষমতা বা রক্ষণের পিছন থেকে পুরো দলকে পরিচালনা করার জন্য লরিসকে ‘সুপার কিপার’ বলা হচ্ছে এখন। তিনি সেটা উপভোগও করছেন। এ দিন তাকে বলতে শোনা গিয়েছে, ‘বেলজিয়াম খুব ভাল দল। ওদের হারাতে গেলে আমাদের উরুগুয়ে ম্যাচের চেয়েও ভাল খেলতে হবে। আমি কিন্তু মানসিক ভাবে তৈরি।’

লরিসের মতো কুর্তোয়ার ক্লাব জার্সিতে এ বছরটা একেবারেই ভাল যায়নি। লিয়োনেল মেসির বার্সেলোনার মতো অনেকেই তাকে হারিয়েছেন, গোল করেছেন। বিশ্বকাপটা তাই পুনরাভিষেকের মঞ্চ হিসাবে বেছে নিয়েছেন কুর্তোয়া। ব্রাজিল ম্যাচের পর তিনিই যে এখন বেলজিয়ামের সবচেয়ে জনপ্রিয় চরিত্র।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads