• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
কোরিয়া গেল ফুটবল দল

ছবি : ইন্টারনেট

ফুটবল

কোরিয়া গেল ফুটবল দল

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ২৯ জুলাই ২০১৮

কাতারে প্রস্তুতি ক্যাম্প শেষে দিন কয়েক আগে দেশে ফেরে বাংলাদেশ ফুটবল দল। এর আগে কয়েক দিন সাভারের বিকেএসপিতে চলে মামুনুলদের আবাসিক ক্যাম্প। এবার প্রস্তুতি ক্যাম্পের জন্য দক্ষিণ কোরিয়া গেল জেমি ডে’র শিষ্যরা। শুক্রবার রাত ২টায় কেএ-১১১ ফ্লাইটে ঢাকা ছাড়েন মামুনুলরা এবং গতকাল শনিবার কোরিয়া পৌঁছান।

কোরিয়ায় আগামী ১১ আগস্ট পর্যন্ত প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ ফুটবল দল। এ ছাড়া তিনটি প্রস্তুতি ম্যাচও খেলবে তারা। এরপর আসন্ন এশিয়ান গেমসে অংশ নিতে দল যাবে জাকার্তায়। এ সফরকে ঘিরে বেশ আশাবাদী কোচ, খেলোয়াড় ও কর্মকর্তারা। সাফ ও এশিয়ান গেমসকে কেন্দ্র করে এ ধরনের ট্রেনিং ক্যাম্প এর আগে কখনো করেননি ফুটবলাররা। বাফুফেও তাই অ্যান্ড্রু ওর্ড এবং তার পরবর্তী সময়ে জেমি ডে’কে দিয়ে এমন আধুনিক প্রস্তুতির ব্যবস্থা করছে।

এর আগে বৃহস্পতিবার সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) প্রস্তুতি ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ১-১ গোলে ড্র করেন ইংলিশ কোচ জেমি ডে’র শিষ্যরা। দেশে প্রস্তুতি সেরে দলের কোচ ও ফুটবলারদের কণ্ঠে এশিয়ান গেমসে দারুণ কিছু করার প্রত্যয়। কঠোর পরিশ্রমের কারণে ফিটনেসের ঘাটতি পুষিয়ে নেওয়া হয়েছে বলে জানান কোচ জেমি ডে।

কোরিয়া সফরে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবেন জামাল-মামুনরা। ১ আগস্ট গোনজো এফসির বিপক্ষে। ৩ আগস্ট শিয়াহান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এবং ৬ আগস্টের ম্যাচের প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি।

এশিয়ান গেমস ও সাফ উপলক্ষে ২৭ জন ফুটবলার গেছেন কোরিয়ায়। এশিয়ান গেমসের জন্য স্কোয়াডে ২২ জন। তিনজন সিনিয়র কোটায় খেলবেন- জামাল ভুঁইয়া, গোলরক্ষক আশরাফুল রানা ও তপু বর্মণ। বাকিরা সাফ চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি নেবেন।

কোরিয়া ট্রেনিং ও প্রস্তুতি ম্যাচ শেষে আগামী ১১ আগস্ট এশিয়ান গেমসে অংশ নিতে ইন্দোনেশিয়ার জাকার্তার উদ্দেশে রওনা দেবে পুরো দল। এবারের এশিয়ান গেমসে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপের তিন প্রতিপক্ষ কাতার, উজবেকিস্তান ও থাইল্যান্ড।

এশিয়ান গেমস নিয়ে আশাবাদী কোচ জেমি ডে, ‘পারফরম্যান্সের উন্নতির জন্য ছেলেরা ছয় সপ্তাহ কঠোর পরিশ্রম করেছে। কিন্তু ম্যাচের পরীক্ষা আলাদা। প্রত্যেক ম্যাচে সবাই নিজের সেরাটা দিতে পারে না। হয়তো একসঙ্গে চার-পাঁচ জনের দিনটা খারাপ যায়। আর সেটা হলে আমাদের জন্য বিপদ। এশিয়ান গেমসে ভালো করতে হলে দলের ১১ জনকেই সেরাটা দিতে হবে। কারণ গ্রুপের তিনটা দলই বেশ কঠিন। তাদের বিপক্ষে পুরো দল জ্বলে না উঠলে ভালো করা সম্ভব নয়।’

যদিও এখনো দলের সেরা একাদশ নির্বাচন করতে পারেননি জেমি ডে।

বাংলাদেশ স্কোয়াড : আশরাফুল ইসলাম রানা, সুশান্ত ত্রিপুরা, রহমত মিয়া, জামাল ভুঁইয়া, টুটুল বাদশা, তপু বর্মণ, মাহাবুবুর রহমান সুফিল, আতিকুর রহমান ফাহাদ, সাদ উদ্দীন, মাসুক মিয়া জনি, জাফর ইকবাল, বিশ্বনাথ ঘোষ, আনিছুর রহমান, মো. আবদুল্লাহ, বিপলো আহমেদ, মতিন মিয়া, মোহাম্মদ রবিউল হাসান, এস এম মনজুরুর রবিউল হাসান, ফজলে রাব্বি, মাহফুজ হাসান প্রিতম, মোহাম্মদ নাসির উদ্দীন চৌধুরী, মামুনুল ইসলাম মামুন, ফয়সাল মাহমুদ, শাখাওয়াত হোসেন রনি, ওয়ালী ফয়সাল ও সোহেল রানা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads