• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
রোমাকে হারাল রিয়াল

ছবি : ইন্টারনেট

ফুটবল

রোমাকে হারাল রিয়াল

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৯ আগস্ট ২০১৮

পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়া কেমন করবে রিয়াল মাদ্রিদ? স্প্যানিশ জায়ান্টদের ঘিরে এমন প্রশ্ন দানা বেঁধেছিল গত কয়েকটা দিন। আলোচ্য এমন বিষয়ের উত্তরটা দিতে শুরু করেছেন ওয়েলস তারকা গ্যারেথ বেল। প্রাক মৌসুম প্রস্তুতিতে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে রোমাকে ২-১ গোলে হারিয়েছে জায়ান্টরা।

দ্বিতীয় মিনিটে এই গ্যারেথ বেলের বানিয়ে দেওয়া বলেই স্কোরলাইনে আসে পরিবর্তন। তার বানিয়ে দেওয়া বলে গোল করেন অ্যাসেনসিও। ১৫ মিনিটে আবারো বেলের আক্রমণ। দানি কারভাহালের উড়ে আসা পাস থেকে স্কোরলাইন ২-০ করেন ওয়েলস তারকা। ৮৩ মিনিটে স্ট্রুটম্যান একটি গোল শোধ দিয়েছিলেন। যদিও সেটা ছিল কেবল সান্ত্বনার।

টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় পেয়েছে নতুন কোচ হুলেন লোপেতেগির দল। রিয়ালের নতুন কোচের অধীনে খাপ খাইয়ে নিচ্ছেন তার শিষ্যরা। একই সঙ্গে প্রাণভোমরা রোনালদো ও কোচ জিদান চলে যাওয়ার পর রিয়াল মাদ্রিদকে প্রাণহীন মনে করেছিল অনেকেই। প্রাণহীন ক্লাবটিতে চৈতন্য ফেরাচ্ছেন অ্যাসেনসিও ও গ্যারেথ। অথচ গত কয়েক মৌসুমে বেল ছিলেন আলোচনার বাইরে। এমনকি একাদশেও বিবেচিত হতেন বিকল্প ভাবনায়। পরিবর্তিত প্রেক্ষাপটে তা এখন বিস্মৃতির অতল গহ্বর। আলোচনায় এখন শুধুই বেল। গত ম্যাচেও আক্রমণের সঙ্গী ছিলেন। তার সঙ্গে ছিলেন আরেক তারকা অ্যাসেনসিও।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads