• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
মেসির অনন্য রেকর্ড

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি

ছবি : ইন্টারনেট

ফুটবল

মেসির অনন্য রেকর্ড

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৪ আগস্ট ২০১৮

স্প্যানিশ সুপার কাপে চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে বার্সেলোনার ইতিহাসে সর্বাধিক শিরোপা জয়ের বিরল কৃতিত্ব লাভ করলেন ক্লাবের আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

গত রোববার টানজিয়েরে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে লা লিগা প্রতিপক্ষ সেভিয়াকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জয় করে বার্সেলোনা। এর ফলে পাঁচবারের ব্যালন ডি’অর খেতাব জয়ী মেসি কাতালান ক্লাবের হয়ে সর্বাধিক ৩৩টি শিরোপা জয়ের রেকর্ডে নাম লেখান।

ক্লাবের কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তাকে টপকে বিরল এই নজির গড়লেন মেসি। প্লেমেকার ইনিয়েস্তা বার্সেলোনা ছেড়ে জাপানের ভিসেল কোবে যোগ দেওয়ার পর অধিনায়কের দায়িত্বটিও এখন পালন করছেন আর্জেন্টাইন সুপারস্টার।

৩১ বছর বয়সী এই ফুটবল তারকা এ পর্যন্ত নয়টি লা লিগা, চারটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা, ছয়টি কোপা দেল রে এবং আটটি সুপার কাপের শিরোপা জয় করেছেন। একই সঙ্গে তিনি জয় করেছেন উয়েফা সুপার কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপাও।

বার্সা ও মেসির পরবর্তী মিশন জোয়ান গ্যামপার ট্রফি। আগামী শনিবার আলাভেসের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে কাল বুধবার জোয়ান ট্রফির ম্যাচে আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সের মোকাবেলা করবে স্প্যানিশ জায়ান্ট বার্সা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads