• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
সংবর্ধনা পাচ্ছে আঁখি-তহুরারা

কিশোরী ফুটবলারদের সংবর্ধনা দেওয়ার ঘোষণা দিয়েছে ওয়ালটন

সংগৃহীত ছবি

ফুটবল

সংবর্ধনা পাচ্ছে আঁখি-তহুরারা

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১০ সেপ্টেম্বর ২০১৮

সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার আর শিরোপা অক্ষুণ্ন রাখতে পারেনি। ভারতের কাছে শিরোপা হারিয়ে ফিরতে হয়েছিল দেশে। চ্যাম্পিয়ন হতে না পারলেও গত মাসে ভুটানে অনুষ্ঠিত এ ফুটবল আসরে তহুরা-আঁখিদের পারফরম্যান্স উজ্জ্বল করেছে দেশের মুখ। তাই কিশোরী ফুটবলারদের সংবর্ধনা দেওয়ার ঘোষণা দিয়েছে বেসরকারি ইলেকট্রনিকস পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। আজ দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) এ সংবর্ধনা দেওয়া হবে।

এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘ওয়ালটন আগেই ঘোষণা দিয়েছিল চ্যাম্পিয়ন হলে দলকে সংবর্ধনা দেবে। কিন্তু দল চ্যাম্পিয়ন হতে পারেনি। তবে ওয়ালটন তাদের কথা রেখেছে। ফুটবলারদের উৎসাহ দিতে আজ তারা পুরো দলকেই সংবর্ধনা দেবে।’ ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (গেমস অ্যান্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘বাংলাদেশ দল রানার্সআপ হলেও তারা আমাদের গর্বিত করেছে। পুরো টুর্নামেন্টে তারা দারুণ খেলেছে। ফাইনালে দুর্ভাগ্যজনকভাবে হেরে গেছে। রানার্সআপ হওয়া বাংলাদেশ দলকে আমরা আগেই সংবর্ধনা দিতে চেয়েছিলাম। কিন্তু এশিয়ান গেমস ও সাফের কারণে সময়-সুযোগ হয়নি। তবে ঢাকায় চলমান সাফ গেমসের ফাঁকে আগামী সোমবার (আজ) বিকালে তাদের সংবর্ধনা দেব।’

সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল ছিল ‘বি’ গ্রুপে। সেখানে প্রথম ম্যাচে তারা পাকিস্তানের মেয়েদের ১৪-০ গোলে হারায়। পরের ম্যাচে নেপালের মেয়েদের হারায় ৩-০ ব্যবধানে। তাতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। সেমিফাইনালে তারা পায় স্বাগতিক ভুটানের মেয়েদের। তাদের ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনাল নিশ্চিত করে। ১৮ আগস্ট ফাইনালে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশের কিশোরীরা। দারুণ লড়াই করেও ৬৬ মিনিটে গোল হজম করে হেরে যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads