• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
আজ শুরু ইউরোপ সেরার লড়াই

চ্যাম্পিয়নস লিগের লোগো

ছবি : ইন্টারনেট

ফুটবল

আজ শুরু ইউরোপ সেরার লড়াই

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৮ সেপ্টেম্বর ২০১৮

ইউরোপিয়ান লিগ টুর্নামেন্ট মাঠে গড়িয়েছে গত মাসেই। তিন থেকে চারটি ম্যাচও হয়ে গেছে। বাকি ছিল চ্যাম্পিয়নস লিগ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসরটির পর্দা উঠতে যাচ্ছে আজ। অবশ্য জুলাইয়ে শুরু হয়ে পাঠ চুকেছে আসরের বাছাই পর্বের। প্লে-অফ ম্যাচও শেষ হয়েছে গত মাসে। এবার শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগের মূল পর্ব। উদ্বোধনী দিনে ‘বি’ গ্রুপে মাঠে নামছে বার্সেলোনা। কাতালান জায়ান্টরা ইউরোপিয়ান ফুটবলের শিরোপা পুনরুদ্ধার করার মিশন শুরু করছে পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে। লিওনেল মেসির দল সবশেষ চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছিল ২০১৪-১৫ মৌসুমে। মাঝে কেটে গেছে তিন তিনটি মৌসুম। তিনটি মৌসুমেই ইউরোপ সেরার তকমা ছিনিয়ে নিয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। কোচ আর্নেস্তো ভালভারদে এবার যে করেই হোক দলকে ষষ্ঠ চ্যাম্পিয়নস লিগ ট্রফি এনে দিতে চান। নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে আজ জয় দিয়েই চলতি মৌসুমের ফুটবল মাঠের নতুন অভিযাত্রাটা শুরু করতে চায় বার্সা।

রিয়াল মাদ্রিদ টানা তিনবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। রেকর্ডের এই কীর্তিতে সান্তিয়াগো বার্নাব্যু নিজেদের নিয়ে গর্ব করছে হরহামেশাই। বিষয়টি সম্মানে লাগছে বার্সেলোনার। তাই আসরে চ্যাম্পিয়ন হওয়ার পথে কোনো ঝামেলা ছাড়াই গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট পর্বে পা রাখতে ক্ষুধার্ত বাঘ হয়ে আছেন লিওনেল মেসি ও তার সতীর্থরা। ম্যাচটি সামনে রেখে বেশ উজ্জীবিত বার্সা। কারণ, লা লিগায় রীতিমতো উড়ে চলেছে ত্রয়ী এমএসসি-কে নিয়ে গড়া আক্রমণভাগ। এখনো অজেয় রয়ে গেছে মেসি-লুইস সুয়ারেজ-ফিলিপে কুতিনহোর ত্রয়ী জুটি। চার ম্যাচের সব কটিতেই জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে স্প্যানিশ লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।

এদিকে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ইন্টার মিলানের মাঠে আতিথ্য  নেবে টটেনহ্যাম হটস্পার। ইংলিশ জায়ান্ট ক্লাবের সামনে এখন গতবারের দুঃস্বপ্ন ঝেড়ে ফেলার লক্ষ্য। গ্রুপ পর্বে দুর্দান্ত পারফর্ম করেছিল স্পারস শিবির। ধরাশায়ী করেছিল বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে। কিন্তু ভালো খেলেও শেষ ষোলো পর্বের বাধাই ডিঙিয়ে যেতে না পারার আক্ষেপটা এখনো পুড়িয়ে মারছে লন্ডনের ক্লাবটিকে। এবার টুর্নামেন্টের আরো ভেতরে উঠে যাওয়ার স্বপ্নে বিভোর কোচ মরিসিও পোচেত্তিনোর দল।

লিভারপুলের অ্যানফিল্ড সফরে যাচ্ছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। দু’দলের লড়াইয়ে বিশেষ নজর দুনিয়ার ফুটবলপ্রেমীদের। কারণ, উভয় দলেই রয়েছে ত্রয়ী ফুটবলারদের নিয়ে গড়া দুরন্ত আক্রমণভাগ। কোচ জুর্গেন ক্লপের ক্লাবের হয়ে সামনে থেকে লড়বেন এসএসএফ ত্রয়ী। মানে প্রতিপক্ষকে তেড়েফুঁড়ে এগিয়ে যেতে প্রস্তুত আছেন মোহামেদ সালাহ, সাদিও মানে ও রবার্তো ফিরমিনো। বিপরীতে কোচ টমাস টাচেলের হাতে আছে এনএমসির সমন্বয়ে গঠিত ত্রয়ী আক্রমণভাগ। পিএসজির জন্য জয় ছিনিয়ে নিতে নিজেদের অস্ত্র শানিয়ে রেখেছেন নেইমার, কিলিয়ান এমবাপে ও এডিনসন কাভানি।

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের অন্যান্য ম্যাচে আজ রাতে আটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হচ্ছে মোনাকো। পোর্তো যাচ্ছে শালকে জিরোফোরের মাঠে। বরুশিয়া ডর্টমুন্ড লড়বে ক্লাব ব্রাগের ঘরের মাঠে। নাপোলি মোকাবেলা করবে কারভেনা জভেজদাকে। আর গালাতাসারে আমন্ত্রণ জানিয়ে রেখেছে লোকোমোটিভ মস্কোকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads