• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
আইয়ুব বাচ্চুর মৃত্যুতে শোক ক্রীড়াঙ্গনে

আইয়ুব বাচ্চুর সঙ্গে ক্রিকেটার রুবেল হোসেন

সংগৃহীত ছবি

খেলা

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে শোক ক্রীড়াঙ্গনে

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ১৯ অক্টোবর ২০১৮

যেকোনো তারকা সবার কাছেই প্রিয়। বাংলাদেশের কিংবদন্তি গায়ক ও গিটারিস্ট আইয়ুব বাচ্চুর বেলায়ও ঠিক তেমনটি হবে, এটাই স্বাভাবিক। গতকাল বৃহস্পতিবার সকালে এক দুঃসংবাদ এসেছে। ইন্তেকাল করেছেন সঙ্গীত তারকা আইয়ুব বাচ্চু। তার ভক্তদের জন্য শোক সংবাদটা ছিল খুব কষ্টের বিষয়। সেই শোকের ধাক্কা লেগেছে দেশের ক্রীড়াঙ্গনেও। সাধারণ মানুষের পাশাপাশি জাতীয় দলের ক্রিকেটাররাও গভীর শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম, ফাস্ট বোলার রুবেল হোসেন ও ব্যাটসম্যান সাব্বির রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা জানিয়েছেন।

আইয়ুব বাচ্চুর একজন পাঁড় ভক্ত মাশরাফি তার ব্যক্তিগত আইডি থেকে লেখেন, ‘সবাইকে একা করে চলে যাব অন্ধ ঘরে, এই শহর গাড়ি বাড়ি কিছুই রবে না- আইয়ুব বাচ্চু।’

মুশফিক তার পোস্টে লেখেন, ‘দিনের শুরুতে কী কষ্টের এক সংবাদ। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। তার আত্মা শান্তি পাক।’ সঙ্গে আইয়ুব বাচ্চুর একটি ছবিও পোস্ট করেন তিনি।

বোলার রুবেল হোসেন আইয়ুব বাচ্চুর সঙ্গে তার একটি ছবি পোস্ট করে লেখেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন। সত্যি মানতে পারছি না আমি। ছোটবেলা থেকেই জেমস ভাই বাচ্চু ভাই এদের গান শুনি। আমি বাচ্চু ভাইয়ের বিশাল বড় একজন ফ্যান। সেদিনও টিভিতে তার কনসার্ট দেখেছিলাম। আল্লাহ এটা কী হয়ে গেল। আসলে সবাইকে চলে যেতে হবে একদিন এটাই বাস্তবতা। তার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন প্রিয় শিল্পীকে বেহেশত নসিব করেন। আমিন।’

সাব্বির রহমান লেখেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। তার আত্মা শান্তি পাক।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads