• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
জয়ে শীর্ষে বার্সেলোনা

আহত হয়ে মাটিতে পড়ে কাতরাচ্ছেন মেসি

ছবি : ইন্টারনেট

ফুটবল

জয়ে শীর্ষে বার্সেলোনা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২২ অক্টোবর ২০১৮

টানা চার ম্যাচ পর লা লিগায় জয়ের দেখা পেল বার্সেলোনা। শনিবার ন্যু ক্যাম্পে ৪-২ গোলে সেভিয়াকে হারিয়ে লিগের শীর্ষস্থান পুনরুদ্ধার করল বর্তমান চ্যাম্পিয়নরা। তিন ড্র ও এক হারে আগের ম্যাচে সেভিয়ার কাছে এক নম্বর আসন হারায় বার্সা। এবার তাদেরকেই হারিয়ে সেটা পুনরুদ্ধার করেছে আর্নেস্তো ভালভারদের শিষ্যরা।

৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে কাতালান জায়ান্টরা। দেপোর্তিভো আলাভেস (১৭) এক পয়েন্ট পিছিয়ে থেকে দুই নম্বরে।

মাত্র ২ মিনিটে সেভিয়ার রক্ষণ ভেঙে এগিয়ে যায় বার্সেলোনা। সেমেদো বক্সের মধ্যে বল বাড়িয়ে দেন লিওনেল মেসিকে। আর্জেন্টাইন ফরোয়ার্ড প্রতিপক্ষের রক্ষণ ফাঁকি দিয়ে বল পাঠান ফিলিপে কুতিনহোর কাছে। গোলরক্ষক থমাস ভাকলিককে কোনো সুযোগ না দিয়ে জালে বল জড়ান ব্রাজিলিয়ান তারকা। সেভিয়াকে আরো পেছনে ফেলে বার্সা ১২ মিনিটে। লুইস সুয়ারেজের লম্বা পাস থেকে বল পায়ে নিয়ে ডান প্রান্ত থেকে জায়গা তৈরি করে বাঁ পায়ের বাঁকানো শটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। দারুণ নৈপুণ্য দেখিয়ে দুই গোলে এগিয়ে দেওয়ার পর চোটে পড়েন মেসি। বার্সা অধিনায়ককে মাঠ ছাড়তে হয় বাধ্য হয়ে। তার জায়গায় মাঠে নামেন উসমান দেম্বেলে।

বিরতির পর ৫৪ ও ৫৮ মিনিটে আর্থার ও সুয়ারেজের শট গোলবারের পাশ দিয়ে চলে যাওয়ায় বার্সার তৃতীয় গোলের দারুণ দুটি সুযোগ নষ্ট হয়। অবশ্য ৬৩ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে স্কোর ঠিকই ৩-০ করেন সুয়ারেজ। প্রতিপক্ষ গোলরক্ষক ভাকলিক বল বিপদমুক্ত করতে গিয়ে সুয়ারেজকে ফাউল করেন। তাতে স্পট কিক থেকে বার্সার তৃতীয় গোল করেন উরুগুয়ান স্ট্রাইকার। ৭৯ মিনিটে বানেগার পাসে বক্সের প্রান্ত থেকে বার্সাকে এক গোল শোধ দেন পাবলো সারাবিয়া। সারাবিয়া ৮৭ মিনিটে বার্সার জালে আরেকবার বল জড়ান। কিন্তু রেফারি সেটা বাতিল করে দেন সেভিয়া মিডফিল্ডার হাত দিয়ে বল নিয়ন্ত্রণ করায়। অতিথিদের ফেরার তীব্র আকাঙ্ক্ষা ধুলোয় মিশিয়ে দিয়ে ৮৮ মিনিটে দুর্দান্ত গোল করেন রাকিটিচ। ৪-১ গোলে পিছিয়ে পড়া সেভিয়া দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ের প্রথম মিনিটে দ্বিতীয় গোল করে ব্যবধান কমায়। বেন ইয়েডারের অ্যাসিস্টে মুরিয়েল করেন ৪-২।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads