• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
পাঁচ ম্যাচ পর রিয়ালের জয়

রিয়াল মাদ্রিদ

ছবি : ইন্টারনেট

ফুটবল

পাঁচ ম্যাচ পর রিয়ালের জয়

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২৫ অক্টোবর ২০১৮

টানা পাঁচ ম্যাচে জয়হীন থাকার পর অবশেষে খরা কাটল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। জয় এলো ভিক্টোরিয়া প্লজেনের বিপক্ষে। মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগে ‘জি’ গ্রুপের তৃতীয় ম্যাচে ২-১ গোলে জিতেছে তারা।

সান্তিয়াগো বার্নাব্যুতে ১১ মিনিটে পেত্রজেলার শট রিয়াল গোলরক্ষক কেইলর নাভাস এক পা দিয়ে ঠেকান। ফিরতি শট আড়াআড়ি হয়ে লক্ষ্যভ্রষ্ট হয়। পরের মুহূর্তেই এগিয়ে যায় রিয়াল। লুকাস ভাসকেসের নিখুঁত ক্রস দূরের পোস্ট দিয়ে দুর্দান্ত হেডে জালে জড়ান ফরাসি তারকা করিম বেনজেমা (১-০)। ক্রুসের ডিফেন্স ভেদ করা পাসে গ্যারেথ বেল ৩৩ মিনিটে জালে বল জড়ালে আবার স্বাগতিক দর্শকরা বুনো উল্লাসে মেতে ওঠেন। কিন্তু তাদের নিস্তব্ধ করে অফসাইডের পতাকা ওড়ান রেফারি। সমতায় থেকে বিরতিতে যাওয়ার দারুণ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় প্লজেন। ৪৪ মিনিটে ৬ গজ দূর থেকে শট নিতে গিয়ে দুর্বল ফিনিশিংয়ে গোলবারের ওপর দিয়ে বল মারেন পেত্রজেলা। সব শঙ্কা দূর করে রিয়াল দ্বিতীয় গোল করে ৫৫ মিনিটে। বেলের সঙ্গে ওয়ান টু ওয়ান পাসে হুসকার মাথার ওপর দিয়ে জালে বল জড়ান মার্সেলো (২-০)। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের গোলে স্বস্তি ফেরে স্বাগতিকদের মনে। তবে আরো ব্যবধান বাড়াতে পারত তারা। প্লজেন একটি গোল শোধ দেয় ৭৮ মিনিটে। কারমাকের পাস থেকে হোসভস্কি ব্যবধান কমান (২-১)।

এই জয়ে ‘জি’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। তাদের সমান পয়েন্ট নিয়ে রোমা দুই নম্বরে। এদিন ডেকোর জোড়া গোলে ৩-০ গোলে সিএসকেএ মস্কোকে হারায় তারা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads