• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
মালদ্বীপের জালে ৯ গোল

মালদ্বীপের বিপক্ষে গোল উৎসবে মাতোয়ারা বাংলাদেশের কিশোর ফুটবলাররা

ছবি : বাফুফে

ফুটবল

মালদ্বীপের জালে ৯ গোল

#এক ম্যাচ জিতেই সেমিতে বাংলাদেশ

  • স্পোর্টস রিপোর্টার
  • প্রকাশিত ২৮ অক্টোবর ২০১৮

সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপে মালদ্বীপ নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক নেপালের কাছে পরাস্ত হয়েছিল। তাই বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচটি তাদের জন্য ছিল বাঁচা-মরার লড়াই। আর লাল-সবুজদের সামনে সেমিফাইনালে যাওয়ার ম্যাচ। এমন সহজ সমীকরণের ম্যাচে ভুল করেনি মেহেদী-উচ্ছ্বাসরা। মালদ্বীপকে ৯ গোলে বিধ্বস্ত করে লাল-সবুজের সেনানীরা নিশ্চিত করে ফেলেছে শেষ চারের লড়াই।

গতকাল নেপালের রাজধানী কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে ফরোয়ার্ড নিহাত জামান উচ্ছ্বাসের হ্যাটট্রিকসহ চার গোলে বড় এ জয় পায় বাংলাদেশ। প্রধমার্ধে মোস্তফা আনোয়ার পারভেজের শিষ্যরা ৪-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে আরো পাঁচবার প্রতিপক্ষের জালে বল পাঠায় লাল-সবুজ জার্সিধারীরা। কাল সোমবার স্বাগতিক নেপালের বিরুদ্ধে গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই একচেটিয়া প্রাধান্য ছিল বাংলাদেশের কিশোরদের। একের পর এক আক্রমণ করে মালদ্বীপকে চাপের মুখে ফেলে দেয়। গোল পেতেও বেশি সময় অপেক্ষা করতে হয়নি তাদের। ১১ মিনিটেই মালদ্বীপকে পেছনে ফেলে এগিয়ে যায় তারা। নিহাত জামান উচ্ছ্বাসের গোলে শুরুতেই উৎসবে মেতে ওঠে বাংলাদেশ। এরপর আর উচ্ছ্বাসকে কেউ থামাতে পারেনি। মাত্র ১২ মিনিটের ব্যবধানে নিজের হ্যাটট্রিক পূরণ করে এ ফরোয়ার্ড। ম্যাচের ২০ ও ২৩ মিনিটে দুটি গোল করেছে সে। প্রথমার্ধে অতিরিক্ত সময়ে মালদ্বীপের জালে দলের হয়ে চতুর্থ গোলটি করে অধিনায়ক মেহেদী হাসান।

বিরতির পর যেন গোলের ক্ষুধা আরো বেড়ে যায় কিশোরদের। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই নিজের চতুর্থ গোলটি আদায় করে নেয় উচ্ছ্বাস (৫-০)। পরের মিনিটেই রাসেল আহম্মেদ ব্যবধান ৬-০তে নিয়ে যায়। ৬৬ মিনিটে এ ফরোয়ার্ড আরো একটি গোল আদায় করে নেয়। ম্যাচের শেষ দশ মিনিটে মালদ্বীপের জালে দু’বার বল পাঠিয়ে ব্যবধান ৯-০ করে আশিকুর রহমান।

মেয়েদের ফুটবলে কাঁড়ি কাঁড়ি গোলের ঘটনা দেখেছে বাংলাদেশের দর্শক। বয়সভিত্তিক দলের কিশোর ফুটবলাররাও যে কম নয়, তারই প্রমাণ মিলতে শুরু করেছে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্টে। সেমির খেলা নিশ্চিত এক ম্যাচ জিতেই। কিশোরদের চোখে এখন তাই ফাইনালের স্বপ্ন।

উল্লেখ্য, নেপালের রাজধানী কাঠমান্ডুতে গত ২৫ অক্টোবর শুরু হওয়া এ আসরে অংশ নিয়েছে দক্ষিণ এশিয়ার ৬টি দেশ। বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। প্রতিপক্ষ মালদ্বীপ ও স্বাগতিক নেপাল। ‘বি’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান ও ভুটান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads