• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
কিশোর ফুটবল দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সংগৃহীত ছবি

ফুটবল

কিশোর ফুটবল দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

  • বাসস
  • প্রকাশিত ০৩ নভেম্বর ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাকিস্তানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ জয়ের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল আজ নেপালের কাঠমান্ডুতে অল নেপাল ফুটবল এসোসিয়েশন কমপ্লেক্সে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় পেনাল্টি শুট-আউটে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয়।

আজ এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায়

অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের সকল খেলোয়াড় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর সকল কর্মকর্তাকে অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেন, ‘গোটা জাতি এ চ্যাম্পিয়নশিপে আমাদের খেলোয়াড়দের টিম স্পিরিট ও ক্রীড়া নৈপূণ্য দেখে গর্বিত।’

শেখ হাসিনা আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ ফুটবল দলের বিজয়ের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads