• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
রোনালদোর মাঠে অতিথি ম্যানইউ

ম্যানইউর অনুশীলনের এক ফাঁকে সহকারী কোচ ফরমোসিনহোর সঙ্গে পগবার কৌতুক

ছবি : ইন্টারনেট

ফুটবল

রোনালদোর মাঠে অতিথি ম্যানইউ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৭ নভেম্বর ২০১৮

ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে এসেছে জুভেন্টাস। তা সপ্তাহ দুয়েক আগের কথা। দু’দলের মধ্যে ফের দেখা হচ্ছে ইউরোপ সেরার লড়াইয়ে। তবে অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে আজ অতিথি প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাবটি। মানে পুরনো ক্লাব ম্যানইউর বিপক্ষে ফের মাঠে নামছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ‘এইচ’ গ্রুপে ইতালিয়ান চ্যাম্পিয়নদের চেয়ে পরিষ্কার পাঁচ পয়েন্টে পিছিয়ে থেকে হারের মধুর প্রতিশোধ নিতেই ফুটবলের মহারণে নামবে কোচ হোসে মরিনহোর দল।

প্রিয় ক্লাব জুভেন্টাস জিতলেও দীর্ঘদিন পর ম্যানচেস্টারে ফিরে গোলের দেখা পাননি সিআর সেভেন। তবে আজ ঠিকই নিজেদের মাঠে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী সাবেক ক্লাবের জালে বল জড়িয়ে দলকে এনে দিতে চান জয়। শুরুটা ধীরলয়ে হলেও এখন চেনা রূপে ফিরেছেন রোনালদো। দশ ম্যাচে ব্যক্তিগত সাত গোল আর সতীর্থদের চার গোলে সহায়তা করে ইতোমধ্যে রেকর্ডও গড়ে ফেলেছেন এই মেগাস্টার। গত ম্যাচে পর্তুগিজ এ মহাতারকার ক্রস মরিনহোর ফুটবলাররা বিপদমুক্ত করতে না পারায় সুযোগটা নিয়েছিলেন পাওলো দিবালা। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডের একমাত্র গোলেই ইংল্যান্ড থেকে জয় ছিনিয়ে ফেরে জুভ শিবির। চোখধাঁধানো পারফরম্যান্সের প্রত্যাশায় আজ রাতে বিয়ানকোনেরি শিবিরের ভক্ত-অনুরাগীরা এ গোলমেশিনের দিকে যে বিশেষ দৃষ্টি রাখবে তাতে কোনো সন্দেহ নেই।

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাকর আসরের চলতি মৌসুমে তিন ম্যাচের সবকটি জিতে নিয়েছে জুভেন্টাস। ইতালিয়ান লিগ সিরি-এ-তে ১১ ম্যাচ খেলে এখনো অজেয় তারা। তাই শ্বাসরুদ্ধকর হাইভোল্টেজ ম্যাচের আগে কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যরা এখন অনেকটাই নির্ভার। চ্যাম্পিয়নস লিগে তিন ম্যাচে জয়-হার-ড্র নিয়ে মানসিকভাবে খানিকটা চাপের মধ্যেই আছে ইংলিশ জায়ান্ট ক্লাবটি। প্রিমিয়ার লিগেও ঢিমেতালে চলা ম্যানইউ পড়ে আছে সপ্তম স্থানে।

স্পেশাল ওয়ান কোচ জানিয়ে রেখেছেন, জুভদের মাঠে আতিথ্য নিতে চান বহুমাত্রিক আক্রমণ চালিয়ে। কৌশলগত কারণে রোমেলু লুকাকুকে রাখতে চান শুরুর একাদশের বাইরে। প্রমাণ করতে চান তার পেশিবহুল ফ্রন্টম্যান তার কতটা আস্থাবান। মধ্য সেপ্টেম্বর থেকে প্রতিপক্ষের জালে বল জড়াতে পারছেন না বেলজিয়ান এ স্ট্রাইকার। ইউনাইটেডের এই ফরোয়ার্ডই কেবল চাপে নেই, সপ্তাহান্তে গোল পেয়েও লড়াই করে যাচ্ছেন মার্কাস রাশফোর্ড। অ্যান্থনি মার্শাল এখন প্রায় নিয়মিতই গোল পাচ্ছেন। সুবাদে কেড়ে নিয়েছেন কোচের আস্থা। ফরাসি প্লেমেকার ফর্মে ফেরায় উজ্জীবিত রেড ডেভিল শিবিরও।

ম্যানচেস্টারে এসে অ্যালেক্সিস সানচেজের শুরুটা হয়েছে দুর্দান্ত। ধারণা করা হচ্ছে, জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে দুরন্ত পারফরম্যান্সে আক্রমণভাগে আরো জ্বলে উঠবেন চিলিয়ান এই স্ট্রাইকার। শনিবার বোর্নমাউথের বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচে অ্যান্থনি মার্শাল ও হোয়ান মাতার সঙ্গে ফ্রন্টলাইনে ছিলেন সানচেজ। প্রথমার্ধের সমতাসূচক গোলে অগ্রণী ভূমিকা রাখেন আর্সেনালের সাবেক এই খেলোয়াড়। গোল করান মার্শালকে দিয়ে।

এদিকে কোপা দেল রে’র ম্যাচ দিয়ে সান্টিয়াগো সোলারি রিয়ালের মাদ্রিদের সিনিয়র দলে কোচিং ক্যারিয়ারের শুভ সূচনা করেছেন জয় দিয়ে। স্প্যানিশ লিগে নিজের অভিষেক ম্যাচেও জয় পেয়েছেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads