• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
চাকরি হারালেন ‘অসফল’ মরিনহো

কোচ হোসে মরিনহো

ছবি : ইন্টারনেট

ফুটবল

চাকরি হারালেন ‘অসফল’ মরিনহো

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৯ ডিসেম্বর ২০১৮

খারাপ সময়ের দুষ্টুচক্রেই যেন আটকে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। পারফরম্যান্সটা যেন কিছুতেই ভালো হচ্ছে না। তাই গুঞ্জন রটে যায়। চাকরি খোয়াতে যাচ্ছেন কোচ হোসে মরিনহো। মুখে কুলুপ এঁটে ইউনাইটেড কর্তৃপক্ষ কেবল ধৈর্যের পরীক্ষ দিয়ে গেছে। কিন্তু লিভারপুলের মাঠে ৩-১ গোলে হারের পর আর বসে থাকতে পারল না তারা। তাই পুরনো গুঞ্জনটাই এবার আলোর মুখ দেখল। বরখাস্ত হলেন পর্তুগালের এ স্পেশাল ওয়ান কোচ। আড়াই বছরের রাজত্ব চুকিয়ে ওল্ড ট্রাফোর্ড ছাড়লেন বর্তমান সময়ের ফুটবল দুনিয়ার অন্যতম সেরা এ কোচ।

পোর্তো, চেলসি, ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদে কত না সফল ছিলেন মরিনহো। ভূরি ভূরি শিরোপা জিতেছেন। চ্যাম্পিয়নস লিগ না হলেও লিগ শিরোপা এনে দিয়েছেন নিজের ক্লাবকে। কিন্তু রেড ডেভিলের হয়ে সেই মরিনহোর সাফল্য বলতে ইংলিশ লিগ কাপ, এফএ কমিউনিটি শিল্ড আর ইউরোপা লিগ ট্রফি। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর টিকেট ছিনিয়ে নিলেও গ্রুপসেরার লড়াইয়ে হারাতে পারেননি জুভেন্টাসকে। ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসরে রেকর্ড ২০ শিরোপাজয়ী জায়ান্ট ক্লাবটি চলতি মৌসুমে পরে রয়েছে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে পিছিয়ে আছে ১৯ পয়েন্টে। দলের এমন বাজে অবস্থানের কারণেই চাকরি হারালেন মরিনহো।

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ১৭ ম্যাচ শেষে ইউনাইটেডের সংগ্রহ ২৬ পয়েন্ট। ঘরোয়া ফুটবলের শীর্ষ আসরে ১৯৯০-৯১ মৌসুমের পর এটাই তাদের সবচেয়ে বাজে সংগ্রহ।  চতুর্থ স্থানে চেলসির চেয়েই ১১ পয়েন্টে পিছিয়ে তারা। তালিকার শীর্ষ সারির দল থেকে অবনমন অঞ্চলের অনেক কাছে যেন অবস্থান করছে ম্যানইউ।

রেকর্ড ৮৯ মিলিয়ন পাউন্ডে কেনা পল পগবার সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছিল না মরিনহোর। সমালোচনা করে তার বিরাগভাজন হয়ে পড়েন ফরাসি এ মিডফিল্ডার। যে কারণে আনফিল্ডের হারের ম্যাচে তাকে বদলি হিসেবেও মাঠে নামাননি মরিনহো। এর পরপরই এলো কোচের চাকরি হারানোর খবর। তার কোচিং ক্যারিয়ারের আকাশে যেন জমেছে দুশ্চিন্তার কালো মেঘ। চেলসির (প্রথম দফায়) পর টানা চার মৌসুম কোথাও যেন থিতু হতে পারছেন না মরিনহো। বরখাস্ত হয়েই চলেছেন পর্তুগালের সাবেক এ মিডফিল্ডার।

অস্থায়ী কোচ লুইস ফন গলের হাত থেকে মরিনহো দায়িত্ব বুঝে নিয়েছিলেন ২০১৬ সালের মে মাসে। এবার তার হাত থেকে ম্যানইউর দায়িত্ব যাচ্ছে অন্য এক অস্থায়ী কোচের হাতে। তবে ম্যানইউর সিনিয়র দলের কোচিংয়ের গুরু ভার কাঁধে তুলে নিচ্ছেন না সহকারী কোচ মাইকেল ক্যারিক বা একাডেমি কোচ নিকি বাট। তালিকায় নেই আর্সেনালের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গারও। ক্লাবের বাইরে থেকেই কাউকে চলতি মৌসুমের বাকি সময়ের জন্য কোচ করা হবে। অস্থায়ী কোচ না আসা পর্যন্ত দলের অনুশীলন চালিয়ে নেবেন ক্যারিক।

মৌসুমের বাকি সময়ের জন্য আপৎকালীন একজন কোচ নিয়োগ দেবে ম্যানইউ। এ সময়টাতেই ফুলটাইম কোচ বেছে নেওয়ার কাজ সাড়বে কর্তৃপক্ষ। এক বিবৃতিতে গণমাধ্যমকে এমন তথ্যই দিয়েছে স্যার অ্যালেক্স ফার্গুসনের সাবেক ক্লাবটি। সঙ্গে ম্যানচেস্টারের ক্লাবটিতে কাজ করার জন্য কৃতজ্ঞতা জানিয়ে মরিনহোকে শুভ কামনা জানিয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads